মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬


রক্তজমাট উপসর্গ: ইতালিতে অক্সফোর্ডের টিকা নেওয়া চার জনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইতালিতে অস্ট্রাজেনেকার কোভিড-১৯ টিকা নেওয়ার পর রক্ত জমাট বাঁধার বিরল উপসর্গ দেখা দেওয়া চার জনের মৃত্যু হয়েছে। দেশটির ওষুধ নিয়ন্ত্রক সংস্থা এআইএফএ’র বরাতে বার্তা সংস্থা রয়টার্স এমন খবর দিয়েছে।

এআইএফএ’র প্রতিবেদনে বলা হয়েছে, ডিসেম্বরের ২৭ তারিখ থেকে ২৬ মার্চ পর্যন্ত ইতালিতে ফাইজার, অস্ট্রাজেনেকা ও মডার্নার ৯০ লাখ সাত হাজার ডোজ টিকা দেওয়া হয়।

পরে টিকা নেওয়া ব্যক্তিদের মধ্যে শূন্য দশমিক পাঁচ শতাংশের দেহে নানা ধরনের পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়। গুরুতর পার্শ্বপ্রতিক্রিয়ার ঘটনা নিবন্ধিত হয়েছে ০.০৪%।

যাদের হালকা পার্শ্বপ্রতিক্রিয়া হয়েছে তাদের বেশিরভাগই ফ্লু জাতীয় উপসর্গ, টিকা নেওয়ার স্থানে ব্যথা ও ক্লান্তির কথা বলেছেন।

রক্ত জমাট বাঁধার পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ দেখা দেওয়ায় গত মাসেই ইতালি ইউরোপের আরও অনেক দেশের মতো অস্ট্রাজেনেকার টিকার প্রয়োগ সাময়িক সময়ের জন্য স্থগিত করেছিল।

টিকাটির উপকার ঝুঁকির চেয়ে অনেক বেশি- ইউরোপীয় নিয়ন্ত্রক সংস্থা এমন মন্তব্য করার পর দেশটি ৬০ ও তার বেশি বয়সীদের জন্য টিকাটিকে ফের অনুমোদন দেয়।

এআইএফএ জানিয়েছে, অস্ট্রাজেনেকার টিকা নেওয়ার পর ইতালিতে ১১ জনের দেহে রক্ত জমাট বাঁধার উপসর্গ পাওয়া যায়।

এনটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ