মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬


৮৬ বছর পর রমজানে আয়া সোফিয়ায় আজানের ধ্বনি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গত বছরের জুলাইয়ে আপন পরিচয় ফিরে পায় ইতিহাস, ঐতিহ্যের আয়া সোফিয়া। আপন পরিচয় ফিরে পাওয়ার ৮৬ বছর পর এবার তুরস্কের এই ঐতিহাসিক মসজিদে পবিত্র রমজান মাসে প্রথম বারের মতো আযানের ধ্বনি শোনা গিয়েছে।

ইস্তাম্বুলের আয়া সোফিয়া মসজিদটিকে যাদুঘরে পরিণত করার ৮৬ বছর পরে ১৪ই এপ্রিল সন্ধ্যায় মসজিদের একটি মিনারের শীর্ষে উঠে মাগরিবের নামাজের আজান দেন মসজিদের মুয়াজ্জিন।

জানা গেছে, করোনা সংক্রমণ এড়াতে স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব নিশ্চিত করে তা অনুষ্ঠিত হয়। এছাড়া সাপ্তাহিক ছুটির দিনে ২৫-৩০ হাজার দর্শনার্থী আয়া সোফিয়ায় আসেন। প্রতিটি জুমা’র নামাজে মুসল্লিদের ঢল নামে এখানে।

উল্লেখ্য, এ গুরুত্বপূর্ণ স্থাপনাটি দেড় হাজার বছর পূর্বে একটি গির্জা হিসেবে নির্মাণ করা হয়েছিল। পরবর্তীতে খ্রিষ্টানদের হাত থেকে উদ্ধার করে ইসলামী বিধানমতে একে মসজিদে রূপান্তর করেন ঐতিহাসিক মুসলিম বিজেতা সুলতান মুহাম্মদ আল ফাতিহ।

তুরস্কের ইসলামপ্রিয় জনগণ বহু বছর ধরে অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন, এ ঐতিহাসিক ইমারতকে মসজিদে রূপান্তর করার। তবে দেশটিতে বিদ্যমান বিরোধী পক্ষের কতিপয় সেক্যুলার রাজনীতিবিদ এ পদক্ষেপের বিরোধিতা করে আসছিল। এ সিদ্ধান্তকে আন্তর্জাতিক খ্রিষ্টান পরাশক্তিগুলোও সমালোচনার দৃষ্টিতে দেখেছে। সূত্র: ইকনা

এনটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ