মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬


শান্তিপ্রিয় আলেমদের গ্রেপ্তার ও হয়রানি বন্ধ করুন: জমিয়ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পবিত্র রমজান মাস চলছে। রমজান মাস রহমত, বরকত ও মাগফিরাতের মাস। এই পবিত্র মাসে শান্তিপ্রিয় আলেমদের গ্রেফতার ও হয়রানি বন্ধ করতে হবে। দেশে লকডাউন চলছে। এই সংকটপূর্ণ কঠিন সময়ে শান্তিপ্রিয় আলেমদের গ্রেফতার ও হয়রানি বন্ধ না করলে আল্লাহর পক্ষ থেকে কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হবে। দেশের শান্তির সাথে আলেমদের গ্রেফতার ও হয়রানি বন্ধের আহ্বান জানিয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ।

আজ বৃহস্পতিবার (১৫এপ্রিল) গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতি গ্রেফতারকৃত আলেমদের মুক্তির দাবি জানিয়েছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের ভারপ্রাপ্ত সভাপতি শায়খুল হাদিস মাওলানা মনসুরুল হাসান রায়পুরী, নির্বাহী সভাপতি মাওলানা আব্দুর রহিম ইসলামাবাদী, সিনিয়র সহ-সভাপতি মাওলানা শেখ মুজিবুর রহমান, মুফতি গোলাম রহমান, মাওলানা শহিদুল ইসলাম আনসারী, আলহাজ্ব জামাল নাসের চৌধুরী, মহাসচিব শায়খুল হাদিস মাওলানা ড. গোলাম মহিউদ্দিন ইকরাম, যুগ্ম মহাসচিব মাওলানা আব্দুল মালিক চৌধুরী, যুগ্ম মহাসচিব মাওলানা আব্দুল হক কাওছারী, সহকারি মহাসচিব মুফতি জাকির হোসাইন খান, সাংগঠনিক সম্পাদক মুফতি রেজাউল করিম, মুফতি আবু সাঈদ, মুফতি আতাউর রহমান খান, মাওলানা আবু বকর সরকার,যুব জমিয়ত বাংলাদেশের সভাপতি মুফতি রেদওয়ানুল বারী সিরাজী, সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল হালীম বিন হারুন, ছাত্র জমিয়ত বাংলাদেশের সভাপতি সুহাইল আহমদ ও সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন আল আদনান প্রমুখ।

নেতৃবৃন্দ বলেন, সরকারের উচিত রমজানের পবিত্রতা রক্ষা করা এবং করোনা মহামারী থেকে মুক্তির জন্য হাফেজী ও নূরানী মাদরাসাগুলো খুলে দেওয়া এবং আলেমদেরসহ সাধারণ মানুষদের শান্তিপূর্ণভাবে ইবাদত-বন্দেগী করার সুযোগ দেওয়া।

নেতৃবৃন্দ হাফেজী ও নূরানী মাদরাসাগুলো খুলে দেওয়ার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ