মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬


মাওলানা গোলাম আহমাদ মুর্তাজার ইন্তেকালে ইসলামী আন্দোলনের শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পশ্চিমবঙ্গের বিখ্যাত ইতিহাসবিদ, বুদ্ধিজীবী ও গবেষক গোলাম আহমাদ মুর্তজার ইন্তেকালে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই গভীর শোক প্রকাশ করে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছেন।

আজ বৃহস্পতিবার এক শোকবাণীতে পীর সাহেব চরমোনাই বলেন, তিনি ভারতের পশ্চিমবঙ্গে জন্মগ্রহণ করলেও পশ্চিমবঙ্গের বাইরে বাংলাদেশেও সমানভাবে সমাদৃত ছিলেন প্রথিতযশা এ ইতিহাসবিদ। তার ইতিহাস গবেষণা বিশেষ করে চেপে রাখা ইতিহাস, একসময়ে গোটা বাংলা জুড়ে ঝড় তুলেছিল। তিনি পবিত্র কুরআনের আনুবাদও করেন।

তিনি একদিকে ছিলেন যেমন সুবক্তা সুলেখক তেমনি ছিলেন সফল সমাজ কর্মী। তাঁর একান্ত উদ্যোগে বহু মাদরাসা, স্কুলসহ দ্বীনি মারকাজ গড়ে উঠে। তিনি প্রথাগত শিক্ষার উর্ধ্বে উঠে কর্মমুখী শিক্ষার উপর বিশেষ গুরুত্ব আরোপ করে মাদ্রাসাতেও ভোকেশনাল ট্রেনিং এর ব্যবস্থা করেন। এমন একজন মহান ব্যক্তিকে হারিয়ে আমরা গভীরভাবে শোকাহত। যার অভাব দীর্ঘদিন অনুভুত হবে।

পীর সাহেব চরমোনাই মরহুমের রুহের মাগফেরাত কামনা করে তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ