মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬


মসজিদুল আকসার মিনার থেকে আজানে বাধা, জর্দানের নিন্দা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড পূর্ব জেরুসালেমের মসজিদুল আকসার মিনারে উঠার দরজার তালা নষ্ট করে দেয়ার মাধ্যমে আজানে বাধা দেয়ায় ইসরায়েলি পুলিশের নিন্দা করেছে জর্দান। বুধবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই নিন্দা জানানো হয়।

বিবৃতিতে জর্দানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র দাইফাল্লাহ আল-ফায়েজ জানান, ইসরায়েলের এই পদক্ষেপ সারাবিশ্বের মুসলমানের বিরুদ্ধে প্ররোচনা এবং ঐতিহাসিক এই স্থানের মর্যাদা ও আন্তর্জাতিক আইনের লঙ্ঘন।

তিনি আরো বলেন, আল-আকসা মসজিদ 'বিশুদ্ধভাবে' ইসলামি পবিত্র স্থান এবং জেরুসালেমের ওয়াকফ বিভাগ তা তত্ত্বাবধানের 'একক কর্তৃপক্ষ'।

এর আগে রমজানের প্রথমদিন ইসরায়েলি কর্তৃপক্ষ মসজিদুল আকসার লাউডস্পিকার বন্ধ করার নির্দেশনা দিলে জেরুসালেমের ওয়াকফ বিভাগ তা মানতে অস্বীকৃতি জানায়। পরে ইসরায়েলি পুলিশ এসে চার মিনারের দরজার তালা নষ্ট করে দিয়ে যায়।

জেরুসালে ওয়াকফ কাউন্সিলের এক সূত্র সৌদি দৈনিক আরব নিউজকে জানায়, ইসরায়েলি পুলিশ এসে মসজিদের চার মিনারে উঠার দরজার তালা নষ্ট করে দেয় এবং মসজিদের লাউড স্পিকারের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে। এই সময় ইসরায়েলের নির্দেশনা মানতে অস্বীকার করা ওয়াকফ কাউন্সিলের কর্মকর্তাদের তারা খুঁজতে থাকে।

১৯৬৭ সালে ছয় দিনের আরব-ইসরায়েল যুদ্ধের পর মসজিদুল আকসাসহ পূর্ব জেরুসালেম ইসরায়েল দখল করে নেয়। আন্তর্জাতিক আইনে অধিকৃত ভূমি হিসেবে বিবেচিত হলেও ইসরায়েল শহরটিকে একীভূত করে নেয় এবং অখণ্ড জেরুসালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে ঘোষণা করে। বিভিন্ন সময় শহরটিতে থাকা ফিলিস্তিনি বাসিন্দাদের উচ্ছেদ করে ইসরায়েলি ইহুদিদের শহরে আবাসনের প্রচেষ্টা চালিয়ে আসছে ইসরায়েলি কর্তৃপক্ষ।

সূত্র: আরব নিউজ

এনটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ