মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬


ভারতে কুম্ভমেলায় স্বাস্থ্যবিধি লঙ্ঘন: উদ্বেগজনকভাবে বাড়ছে সংক্রমণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইাসলাম: পশ্চিমবঙ্গের হরিদ্বারের কুম্ভমেলায় করোনার নির্দেশিকা লঙ্ঘনের জন্য সমালোচনার মধ্যে একটি উদ্বেগজনক রিপোর্ট প্রকাশ্যে এসেছে। মঙ্গলবার হরিদ্বারে ৫৯৪ টি করোনা পজিটিভ ধরা পড়েছে।

এর একদিন আগে সোমবার ৪০৮ জন সংক্রমিত হয়েছেন। অর্থাৎ গত দু’দিনে প্রায় এক হাজার জন করোনা আক্রান্ত হয়েছেন। শহরে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ২৮১২। এসব ঘটনার মধ্যে কয়েক লক্ষ মানুষ কুম্ভমেলার ১৩ তম দিনে গঙ্গায় শাহী স্নানের জন্য জড়ো হয়েছিলেন। কিছু প্রতিবেদনে দাবি করা হয়েছে যে ২১ থেকে ৩১ লক্ষ লোক শাহী স্নান করেছেন।

বলা হচ্ছে, যে শহরে করোনা ভাইরাসের মতো সংক্রমণ ছড়িয়ে পড়েছে সেখানে এত বড় সংখ্যক লোকের জমায়েত একটি বড় বিপদ। কুম্ভ মেলায় ভারতের বিভিন্ন স্থান থেকে মানুষ আসেন। পুরো দেশ করোনার কবলে। প্রতিদিন, দেড় লক্ষেরও বেশি করোনা সংক্রমণের ঘটনা প্রকাশ্যে আসছে। দেশে বর্তমানে প্রায় ১৩ লক্ষ সক্রিয় করোনা রোগী চিকিৎসাধীন রয়েছে। প্রতিদিন প্রায় ৮০০ থেকে ৯০০ মানুষ মারা যাচ্ছেন। ২৪ ঘন্টার মধ্যে উত্তরাখণ্ডে ১,৯২৫ জন সংক্রমিত হয়েছেন এবং ১৩ জন মারা গেছে।

এদিকে, কুম্ভ মেলার ছবিতে দেখা যাচ্ছে এখানে আগমনকারীরা মাস্ক ছাড়াই এবং সামাজিক দূরত্বের নিয়মগুলো শিকেয় তুলেছেন। রিপোর্টে বলা হয়েছে যে পুলিশ ভিড় সামলাতে ব্যস্ত ছিল।

সূত্র: পুবের কলম

এনটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ