আওয়ার ইসলাম: করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন রাজশাহী-২ (সদর) আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা। বুধবার (১৪ এপ্রিল) রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) ল্যাবে নমুনা পরীক্ষায় তার দেহে করোনা শনাক্ত হয়।
এসময় তিনি জানান, শরীরে জ্বর অনুভব করায় এমপি বাদশা বুধবার করোনা পরীক্ষার জন্য নমুনা দেন। সন্ধ্যায় তার করোনা পজিটিভ রিপোর্ট পাওয়া যায়। এরপর রাত ৯টার দিকে এমপি বাদশাকে রাজশাহী মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়।
বর্তমানে তিনি হাসপাতালের একটি কেবিনে আছেন। এমপি বাদশা শারীরিকভাবে ভালো আছেন। পুরোপুরি সুস্থতার জন্য তিনি সবার কাছে দোয়া চেয়েছেন। দেশে করোনার গণটিকা কার্যক্রম শুরুর প্রথম দিনই ৭ ফেব্রুয়ারি এমপি বাদশা রাজশাহী মেডিকেলে গিয়ে টিকা গ্রহণ করেনে। তিনিই রাজশাহীতে প্রথম টিকা গ্রহণ করে এর উদ্বোধন করেন।
গত ৮ এপ্রিল তিনি করোনার টিকার দ্বিতীয় ডোজ গ্রহণ করেন। এর ছয়দিন পর তার শরীরে করোনার সংক্রমণ ধরা পড়ল।
এমডব্লিউ/