আওয়ার ইসলাম: এবার রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। মার্কিন নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের পক্ষে রাশিয়া কাজ করেছে- এমন অভিযোগের সঙ্গে সাইবার হামলার প্রসঙ্গ তুলে দেশটির ওপর বিস্তৃত পরিসরে এই নিষেধাজ্ঞা জারির প্রস্তুতি নিচ্ছে বাইডেন প্রশাসন।
আজ বৃহস্পতিবার যেকোনও সময় এই নিষেধাজ্ঞা জারি হতে পারে। রাশিয়ার ৩০টি স্বার্থ সংশ্লিষ্ট ক্ষেত্রের পাশাপাশি যুক্তরাষ্ট্র থেকে নির্বাসিত ১০ ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হবে। এর মধ্যে কূটনীতিকরাও আছেন বলে বিবিসি একটি প্রতিবেদনে উল্লেখ করেছে।
এর আগে গত মঙ্গলবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনালাপে বাইডেন বলেন, জাতীয় স্বার্থ রক্ষায় তিনি ‘দৃঢ়ভাবে’ কাজ করবেন। তৃতীয় কোনও দেশে বৈঠকে বসারও আহ্বান জানান বাইডেন। সূত্র: বিবিসি
এমডব্লিউ/