আওয়ার ইসলাম: মিসরের এক মরু হাইওয়েতে ট্রাক ও যাত্রীবাহী বাসের সংঘর্ষে অন্তত ২০ জন নিহত হয়েছেন। ঘটনায় আহত সংখ্যা তিন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে আজ বুধবার (১৪ এপ্রিল) এসব জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
রাজধানী কায়রো থেকে প্রায় ৩৭০ কিলোমিটার দক্ষিণে আসিউত প্রদেশে মঙ্গলবার (১৩ এপ্রিল) দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রদেশটির গভর্নর কার্যালয়ের বিবৃতিতে বলা হয়েছে।
যান্ত্রিক ত্রুটির কারণে সিমেন্টবোঝাই ওই ট্রাকটি সড়কে থেমে ছিল। কায়রো থেকে রওনা দেওয়া যাত্রীবাহী বাসটি ট্রাকটিতে আঘাত করে। দুর্ঘটনার পরপরই বাসটিতে আগুন ধরে যায়। পোড়া বাস থেকে মৃতদেহ ও আহতদের বের করতে উদ্ধারকারীদের ব্যাপক কষ্ট করতে হয়েছে। দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে ৩৬টি অ্যাম্বুলেন্স ছুটে যায় বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। আহতদের কাছাকাছি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
বেপরোয়াভাবে গাড়ি চালানো এবং রাস্তার বেহাল দশার কারণে মিসরে প্রায়ই সড়ক দুর্ঘটনা ও প্রাণহানির খবর পাওয়া যায়। সম্প্রতি দেশটিতে হওয়া বেশ কয়েকটি সড়ক ও রেল দুর্ঘটনায় কয়েক ডজন মানুষের মৃত্যুও হয়েছে।
-এটি