মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬


নাইজারে শ্রেণিকক্ষেই পুড়ে ২০ শিশুর মর্মান্তিক মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: একটি গরিব এলাকায় নার্সারির অন্তত ২০ শিশু খড়ের তৈরি একটি স্কুলের ক্লাসরুমে আগুনে পুড়ে মারা গেছে। নাইজারের স্থানীয় সময় গত মঙ্গলবার বিকেল ৪টায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।

দেশটির শিক্ষক ইউনিয়নের এক কর্মকর্তার বরাত দিয়ে এএফপি ও রয়টার্স জানায়, স্কুলটি রাজধানী নিয়ামির নিকটবর্তী এবং জনপ্রিয় পেইজ বাসের কাছে অবস্থিত। সেখানে প্রায় ৮ শ’র মতো শিক্ষার্থী রয়েছে।

আগুনের কারণ জানা যায়নি উল্লেখ করে নাইজার ফায়ার সার্ভিসের প্রধান কোলোনেল বোকো বউবাকার বলেন, প্রাণ হারানোদের অধিকাংশই ছোট্ট শিশু।

ফায়ারকর্মীরা জানান, স্কুলের প্রধান ফটকে আগুন লাগলে জরুরি বহির্গমনের পথ না থাকায় বড় শিক্ষার্থীরা দেয়াল টপকে প্রাণে বাঁচে। কিন্তু ছোট শিশুরা নিরুপায় হয়ে শ্রেণিকক্ষে আশ্রয় নিলে সেখানেই পুড়ে মারা যায় তারা।

নাইজারের রাষ্ট্রীয় টেলিভিশন বলছে, খড়ের তৈরি স্কুলটিতে ২১টি শ্রেণিকক্ষে আগুন লাগে। খবর পেয়ে উদ্ধারকর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের তীব্রতা ভয়াবহ থাকায় ছোট্ট শিশুরা বাইরে বের হতে পারেনি।

দুর্ঘটনার পর স্কুলটি পরিদর্শনে গিয়ে হতাহত শিশুদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী উহোমৌদৌ মাহামাদু। দেশটিতে হাজার হাজার খড়ের ঘরে মাটিতে বসে ক্লাস করে থাকে শিক্ষার্থীরা।

পৃথিবীর সবচেয়ে দরিদ্র দেশের তালিকায় সবচেয়ে খারাপ অবস্থায় রয়েছে নাইজার। জাতিসংঘের ১৮৯ দেশের মানব উন্নয়ন সূচকে একেবারে তলানিতে অবস্থান দেশটির।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ