মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬


ব্রাহ্মণবাড়িয়া জামিয়া সিরাজিয়া’র মুহতামিম ও শাইখুল হাদিস নিয়োগ, কমিটি বিলুপ্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কাউসার লাবীব।।

উপমহাদেশের প্রথিতযশা মুফাসসির আল্লামা সিরাজুল ইসলাম বড় হুজুর রহিমাহুল্লাহ প্রতিষ্ঠিত ‘জামিয়া সিরাজিয়া দারুল উলুম ভাদুঘর, ব্রাহ্মণবাড়িয়া’ মাদ্রাসার সদরুল মুদাররিসীন নিযুক্ত হয়েছেন শাইখুল হাদিস আল্লামা আবু সাঈদ কাসেমী। পাশাপাশি মাদরাসাটির মুহতামিম নিযুক্ত হয়েছেন জামিয়া বাবুস ছালাম বিমান বন্দরের শায়খুল হাদিস, হাফেজ মাওলানা তানভিরুল হক সিরাজী। এছাড়া প্রতিষ্ঠানটির শিক্ষা সচিব হিসেবে নিযুক্ত হয়েছেন মাওলানা হেদায়েতুল্লাহ সিরাজী৷

মাদরাসা কর্তৃপক্ষ আওয়ার ইসলামকে জানায়, গতকাল ১২ এপ্রিল (সোমবার) রাত ৯ টায় মাদ্রাসার মজলিসে শুরা ও ম্যানিজিং কমিটির এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত বৈঠকে আল্লামা সিরাজুল ইসলাম বড় হুজুর রহ. এর নাতী হাফেজ মাওলানা তানভীরুল হক সিরাজীকে সর্বসম্মতিক্রমে মাদ্রাসাটির মুহতামিম হিসেবে নিযুক্ত করা হয়।

বৈঠকে মজলিসে শুরার পক্ষ থেকে উপস্থিত ছিলেন, শাইখুল হাদিস আল্লামা আবু সাঈদ কাসেমী, মাওলানা রফিকুল ইসলাম জালালাবাদী, মুফতি আবদুল হান্নান বাকাইলী, মাওলানা কামাল উদ্দিন কাসেমী, মাওলানা হারুন আর রশিদ , মুফতি আরিফ বিল্লাহ , মাওলানা আবদুল কাদির, মাওলানা আনিছুর রহমান , মাওলানা বুরহান উদ্দিন আল মতিন, মাওলানা ছফিউল্লাহ।

এছাড়া মাদ্রাসা পরিচালনা পরিষদ ( ম্যানেজিং কমিটি) এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন বড়হুজুর রহ. এর সর্ব কনিষ্ঠ সাহেবজাদা জনাব আ. কাইয়ূম সিরাজী, জনাব হাফিজুর রহমান ভুঁইয়া, জনাব আনোওয়ারুল ইসলাম ভুঁইয়া (কাউন্সিলর), হাফেজ এমদাদুল্লাহ সিরাজী, হাফেজ আবু সামা ভুঁইয়া, মাওলানা মুহাম্মদ ইউসুফ ভুঁইয়া, মাওলানা মুসলিম উদ্দিন আফসারী, ক্বারী মোহাম্মদ আব্দুল্লাহ প্রমুখ।

প্রসঙ্গত, গত ৯ আগষ্ট ২০২০ ই. (রবিবার) প্রতিষ্ঠানটির দীর্ঘ ২৫ বছরের মহাপরিচালক ও শাইখুল হাদিস আল্লামা মনিরুজ্জামান সিরাজী রহ. এর মৃত্যুর পর থেকে প্রতিষ্ঠানটি মজলিসে শুরা এবং ম্যানেজিং কমিটির মাধ্যমে পরিচালিত হয়ে আসছিল। আজ এক বৈঠকের মাধ্যমে মুহতামিম নিযুক্ত করার পর পূর্বের মজলিশে শুরা বিলুপ্ত ঘোষনা করা হয়।

-কেএল


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ