আওয়ার ইসলাম: দক্ষিণ আমেরিকার দেশ পেরুতে যাত্রীবাহী একটি বাস উল্টে অন্তত ২২ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৩ জন। মঙ্গলবার (১৩ এপ্রিল) ব্রিটিশ মিডিয়া বিবিসি নিউজ খবরটি জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, গত সোমবার (১২ এপ্রিল) সকালে আন্দিজ পর্বতমালা সংলগ্ন সড়কে দুর্ঘটনাটি ঘটে। এ সময় অঞ্চলটিতে অতিরিক্ত বৃষ্টি হচ্ছিল। যে কারণে বাসটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। জানা গেছে, প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দিয়ে ঘরে ফিরছিলেন বাসটির অধিকাংশ যাত্রী। খবর এএফপির।
দক্ষিণ আমেরিকান দেশটির একজন পুলিশ কর্মকর্তা বলেন, রাজধানী লিমার ৬০০ কিলোমিটার উত্তরে হুয়ারেজ শহরের কাছে দুর্ঘটনাটি ঘটেছে।
স্থানীয় একটি টেলিভিশন চ্যানেল জানায়, বাসটির অধিকাংশ যাত্রী প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দিয়ে ঘরে ফিরছিলেন। গত রবিবার পেরুর নতুন প্রেসিডেন্ট ও কংগ্রেস নির্বাচনে ভোট দেয় দেশটির জনগণ।
দক্ষিণ আমেরিকার দেশটিতে সড়ক দুর্ঘটনায় প্রায়ই মৃত্যুর ঘটনা ঘটে। বর্ষাকালে বেশির ভাগ দুর্ঘটনা ঘটে। রাস্তার দুরবস্থা, পর্যাপ্ত পথনির্দেশিকার অভাব ও কর্তৃপক্ষের নিয়ন্ত্রণের সীমাবদ্ধতা এর অন্যতম কারণ।
এনটি