আওয়ার ইসলাম: ‘আমি আমার বড় ভাইয়ের সাথে কথা বলি না। অনেক চেষ্টা করেছে গত দুই মাসে। এক দিনও কথা বলি নাই।’ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে ইঙ্গিত করে তার ছোট ভাই বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা এ মন্তব্য করেছেন। তিনি বলেন, ‘আমি কোনো অন্যায়ের কাছে মাথা নত করব না। কোনো অপরাজনীতি অপরাধীর সাথে। দুই হাজার গুলি করেছে, মাথা নত করি নাই। প্রশ্নই উঠে না।’
আজ সোমবার দুপুর ১২টায় কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে বসুরহাট পৌরসভার আয়োজনে করোনা যোদ্ধাদের সম্মাননা সনদ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি বলেন, ‘কেউ হাজার হাজার কোটি টাকা কামাবে আর কেউ টাকার অভাবে খেতে পারবে না। অনেকে আজকে দুই বেলা খেতে পারে না। এটা এ দেশে চলতে দেওয়া যায় না। আমি বলব সাহস করে সত্য কথা বলব। এটা আজকে আপনাদের এখানে কঠিন ভাষায় বলে গেলাম।’
কাদের মির্জা বলেন, ‘জেলা পর্যায়ের অফিসারগুলো দেখেন। সব বিদেশি কাপড় চোপড়। এত টাকা কোথাই থেকে পায়, দেশের মানুষ মাথা বিক্রি করে, লুট করে, এরা দেশকে খাচ্ছে।’
এ সময় বসুরহাট পৌরসভার মেয়র বলেন, ‘মন্ত্রীর সহকারী জুয়েল। এদের কোনো পদবিও নেই। এটা লাগাইছে, এটা লাগাই ভিজিটিং কার্ড কতগুলো নিয়ে এমপি, মন্ত্রী, সচিবসহ বিভিন্ন জায়গায় তদবির করে কোটি কোটি টাকা কামাইছে। আমেরিকার নিউইয়র্কের সবচেয়ে অভিজাত এলাকা লং অ্যাইলাইন্ডে সে জায়গা কিনে বাড়ি করছে। সে হলো মন্ত্রী মহোদয়ের চামছা, সাথে সাথে ঘুরে। এগুলো দেখে আমার বিবেক নাড়া দিছে। সত্য কথা হলো এটা।’
এনটি