মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে আবারও অন্ধকারে নিমজ্জিত হবে দেশ: ফখরুল চক্রান্তের ফাঁদে না পড়ে সর্বোচ্চ ধৈর্য ধারণের আহ্বান শায়খ আহমাদুল্লাহর ভোলায় জুলাই-আগস্ট বিপ্লবে শহীদদের স্মরণে দোয়া ও স্মরণসভা চরমোনাইর বার্ষিক অগ্রহায়ণ মাহফিল বুধবার, চলছে সর্বশেষ প্রস্তুতি সবাইকে শান্ত থাকার আহ্বান আসিফ মাহমুদের অসহায় শীতার্তের পাশে মাওলানা গাজী ইয়াকুবের তাকওয়া ফাউন্ডেশন দেশের তিন জেলায় শিক্ষক নিচ্ছে ‘আলোকিত মক্তব’ বৃদ্ধার দাড়ি টেনে ছিঁড়ে ফেলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল প্রতিবন্ধীদের ধর্মীয় ও কারিগরি শিক্ষা দিতে পারলে দেশ এগিয়ে যাবে: ধর্ম উপদেষ্টা ভারতকে হিন্দু রাষ্ট্র করার ষড়যন্ত্র সফল হবে না: মাওলানা আরশাদ মাদানী

কুড়িগ্রামে হেরোইনসহ আইনজীবী ও তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কুড়িগ্রামে একজন আইনজীবীসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। তাদের তল্লাশি করে ১০ গ্রাম হেরোইন ও নগদ ১৩ হাজার ৪০২ টাকা উদ্ধার করা হয়েছে। সেইসঙ্গে তাদের বহনকারী একটি মটর সাইকেল জব্দ করা হয়েছে।

রোববার (১১ এপ্রিল) ভোরে জেনারেল হাসপাতালের প্রধান ফটকের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়। এদিন বিকেলেই তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন- সদর উপজেলার বেলগাছা ইউনিয়নের কালে প্রফেসরপাড়ার মৃত ওসমান গনির ছেলে এবং জেলা জজ আদালতের আইনজীবী ও সাবেক সহকারী পাবলিক প্রসিকিউটর আলমগীর হোসেন (৪২), একই ইউনিয়নের কালে এলাকার মৃত মাহবুব জামান তোতার ছেলে আসাদুজ্জামান সবুজ (২৩) ও ভূরুঙ্গামারী উপজেলার বাগভান্ডার এলাকার মৃত নাজমুল হকের ছেলে মোস্তাক হোসেন (৪২)।

পুলিশ জানায়, একটি মটরসাইকেলে ওই তিনজন ধরলা সেতুর দিক থেকে আদর্শ পৌরবাজারের দিকে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে জেনারেল হাসপাতালের সামনে তাদের আটক করা হয়। মটরসাইকেল চালাচ্ছিল আসাদুজ্জামান সবুজ। আর তল্লাশি চালিয়ে আইনজীবী আলমগীর হোসেনের কাছে মাদক বিক্রির ১৩ হাজার ৪০২ টাকা এবং মোস্তাক হোসেনের কাছে ১০ গ্রাম হেরোইন পাওয়া যায়।

সদর থানার অফিসার ইনচার্জ খান মো. শাহরিয়ার জানান, এ ঘটনায় এসআই জিয়াউর রহমান বাদী হয়ে ওই তিনজনকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

এনটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ