আওয়ার ইসলাম: আসন্ন রমযানে তুরস্কের ধর্ম মন্ত্রণালয় ৩৬ টি দেশে কুরআনুল কারীমের ৯০ হাজার কপি বিতরণের উদ্যোগ নিয়েছে।
রমযান কুরআন নাযিলের মাস। বেশি বেশি কুরআন তিলাওয়াত করা এ মাসের অন্যতম আমল। তাই তুর্কি সরকারের ধর্ম মন্ত্রণালয় গত পাঁচ বছরের ন্যায় এবারও ঘরে ঘরে কুরআনের কপি বিতরণে এই উদ্যোগ নিয়েছে।
দেশটির ধর্ম মন্ত্রণালয় সূত্রে জানানো হয়েছে এ বছর ৩৬ টি দেশে কুরআনের ৯০ হাজার কপি বিতরণ করা হবে। আফ্রিকার দারিদ্র্যপীড়িত বেশি দেওয়া হবে।
এছাড়াও কুরআনের কপি বিতরণের পাশাপাশি দেশে দেশে দরিদ্র মানুষদের কাছে ইফতার সামগ্রী পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়ার কথাও জানানো হয়েছে তুরস্কের ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে।
আনাদোলু এজেন্সি অবলম্বনে ওলিউর রহমান।
এনটি