মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে আবারও অন্ধকারে নিমজ্জিত হবে দেশ: ফখরুল চক্রান্তের ফাঁদে না পড়ে সর্বোচ্চ ধৈর্য ধারণের আহ্বান শায়খ আহমাদুল্লাহর ভোলায় জুলাই-আগস্ট বিপ্লবে শহীদদের স্মরণে দোয়া ও স্মরণসভা চরমোনাইর বার্ষিক অগ্রহায়ণ মাহফিল বুধবার, চলছে সর্বশেষ প্রস্তুতি সবাইকে শান্ত থাকার আহ্বান আসিফ মাহমুদের অসহায় শীতার্তের পাশে মাওলানা গাজী ইয়াকুবের তাকওয়া ফাউন্ডেশন দেশের তিন জেলায় শিক্ষক নিচ্ছে ‘আলোকিত মক্তব’ বৃদ্ধার দাড়ি টেনে ছিঁড়ে ফেলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল প্রতিবন্ধীদের ধর্মীয় ও কারিগরি শিক্ষা দিতে পারলে দেশ এগিয়ে যাবে: ধর্ম উপদেষ্টা ভারতকে হিন্দু রাষ্ট্র করার ষড়যন্ত্র সফল হবে না: মাওলানা আরশাদ মাদানী

এবার সীমান্তে গুলিবিদ্ধ হলো ভারতীয় যুবক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মাদক পারাপারের সময় কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে গুলিতে এক যুবক আহত হয়েছেন। গুলিবিদ্ধ ওই যুবক ভারতীয় নাগরিক বলে বিজিবি নিশ্চিত করেছে।

উপজেলার কাশিপুর ইউনিয়নের অনন্তপুর ভেল্লিরতল সীমান্তের ৯৪৬নং আর্ন্তজাতিক মেইন পিলারের পাশে এই ঘটনা ঘটে। গুলিবিদ্ধ ভারতীয় নাগরিকের নাম মিলন মিয়া (১৮)। তিনি ভারতের কোচবিহার জেলার সাহেবগঞ্জ থানার শাইদানের কুঠি গ্রামের জগু আলমের ছেলে।

ওই সীমান্তের মোতালেব মিয়া জানান, শনিবার সন্ধ্যায় দুই দেশের কয়েকজন চোরাকারবারী মালামাল পার করার সময় ভারতের ১৯২ বিএসএফ ব্যাটালিয়নের অধীন ঝিকরি ক্যাম্পের টহলরত সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছুঁড়ে। এ সময় বুকের ডান দিকে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন ওই যুবক। এসময় অন্যরা পালিয়ে যেতে সক্ষম হন। পরে কৌশলে তারা গুলিবিদ্ধ যুবককে উদ্ধার প্রথমে নাগেশ্বরী হাসপাতালে ভর্তি করায়। এরপর ওই যুবককে নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের দোয়ালিপাড়া গ্রামে নানা মকবুল হোসেনের বাড়িতে নিয়ে যাওয়া হয়। পুলিশ বিষয়টি জানার পর তাকে রাত সাড়ে ৩টার দিকে উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করায়।

এ প্রসঙ্গে হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. পুলক কুমার সরকার জানান, ভারতীয় ওই যুবকের পাজরের ডান পাশে গুলি লেগেছে। রোববার ভোর চারটায় তাকে জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। তাকে চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে তার অবস্থা স্থিতিশীল।

নাগেশ্বরী থানার ওসি রওশন কবির জানান, আহত ওই যুবক নজরদারিতে রয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার ব্যাপারে বিজিবি সিদ্ধান্ত নেবে।

বিজিবি লালমনিরহাট ১৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এসএম তৌহিদুল আলম বলেন, ‘আমরা বিষয়টি নিয়ে কাজ করছি। পরবর্তীতে আপনাদের জানানো হবে।'

-কেএল


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ