মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে আবারও অন্ধকারে নিমজ্জিত হবে দেশ: ফখরুল চক্রান্তের ফাঁদে না পড়ে সর্বোচ্চ ধৈর্য ধারণের আহ্বান শায়খ আহমাদুল্লাহর ভোলায় জুলাই-আগস্ট বিপ্লবে শহীদদের স্মরণে দোয়া ও স্মরণসভা চরমোনাইর বার্ষিক অগ্রহায়ণ মাহফিল বুধবার, চলছে সর্বশেষ প্রস্তুতি সবাইকে শান্ত থাকার আহ্বান আসিফ মাহমুদের অসহায় শীতার্তের পাশে মাওলানা গাজী ইয়াকুবের তাকওয়া ফাউন্ডেশন দেশের তিন জেলায় শিক্ষক নিচ্ছে ‘আলোকিত মক্তব’ বৃদ্ধার দাড়ি টেনে ছিঁড়ে ফেলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল প্রতিবন্ধীদের ধর্মীয় ও কারিগরি শিক্ষা দিতে পারলে দেশ এগিয়ে যাবে: ধর্ম উপদেষ্টা ভারতকে হিন্দু রাষ্ট্র করার ষড়যন্ত্র সফল হবে না: মাওলানা আরশাদ মাদানী

মসজিদের জেনারেটরে জ্বালানী ভরার সময় অগ্নিদগ্ধ হয়ে খাদেমের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নরসিংদীতে মসজিদের জেনারেটরে জ্বালানী ভরার সময় অগ্নিদগ্ধ হওয়ার ৬ দিন পর চিকিৎসাধীন অবস্থায় মো. বাদল মিয়া (৪০) নামে মসজিদের এক খাদেমের মৃত্যু হয়েছে।

শুক্রবার সকাল ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজের শেখ হাসিনা বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। রোববার (৪ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নরসিংদী সদর উপজেলার চিনিশপুরের সংগীতা এলাকার ওই মসজিদে জেনারেটরে জ্বালানী ভরার সময় অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ হয়েছিলেন তিনি। অগ্নিকাণ্ডে তার পিঠসহ শরীরের বিভিন্ন অংশে প্রায় ৭০ শতাংশ পুড়ে গিয়েছিল বলে জানান তার পরিবারের লোকজন।

মো. বাদল মিয়া নরসিংদী সদর উপজেলার চিনিশপুর ইউনিয়নের সংগীতা এলাকার মৃত মো. হিরণ মিয়ার ছেলে। বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে তিনি কবিরাজি করতেন। পাশাপাশি তার নিজ এলাকার বাইতুল ইসলাম নামের ওই জামে মসজিদটির খাদেম ছিলেন।

স্থানীয় লোকজন ও নিহত ব্যক্তির স্বজনরা জানান, ঘটনার দিন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চিনিশপুর ইউনিয়নের ঘোড়াদিয়া এলাকার কয়েকটি দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে ওই আগুন নেভানোর সময় পুরো এলাকাটির বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেয়। ঘটনাস্থল থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে সংগীতার ওই মসজিদটির অবস্থান।

স্থানীয় মুসল্লিরা এশার নামাজ পড়তে যখন ওই মসজিদে আসতে শুরু করেন তখনও বিদ্যুত সরবরাহ বন্ধ ছিল। এসময় মসজিদটির খাদেম মো. বাদল মিয়া এক হাতে মোমবাতি নিয়ে অন্য হাতে জেনারেটরে ডিজেল ভরছিলেন। ওই সময় অসতর্কতাবশত মোমবাতির আগুন ওই ডিজেলে লেগে গেলে অগ্নিদগ্ধ হোন মো. বাদল মিয়া।

উপস্থিত লোকজন দ্রুত তাকে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানকার জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজধানীর ঢাকা মেডিকেল কলেজের শেখ হাসিনা বার্ন ইউনিটে পাঠান। সেখানেই ৬ দিন চিকিৎসাধীন থাকার পর আজ শুক্রবার সকাল ৮টার দিকে তার মৃত্যু হয়।

নিহতের ছোটভাই শাহাদাৎ মিয়া জানান, বার্ন ইউনিটের চিকিৎসকরা আমাদের জানিয়েছিলেন ওই অগ্নিকাণ্ডের ঘটনায় তার শরীরের প্রায় ৭০ শতাংশ পুড়ে গিয়েছিল। চিকিৎসাধীন অবস্থায় ধীরে ধীরে তার শারীরিক অবস্থার অবনতি হচ্ছিল। একবার ব্লিডিং হওয়ার পর থেকেই শরীরে পানির পরিমাণ কমতে শুরু করেছিল। আজ সকাল ৮টার দিকে তিনি মারা যাওয়ার পর সব আনুষ্ঠানিকতা শেষে দুপুরে তার লাশ বাড়িতে আনা হয়। স্থানীয় গাবতলী মাদরাসায় জানাজা নামাজ শেষে বাদ আসর তার লাশ দাফন করা হয়।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ