আওয়ার ইসলাম: মুসলিম ব্রাদারহুডের এক নেতাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে মিশরের আদালত। ৭৬ বছর বয়স্ক নেতা মাহমুদ ইজ্জত জনগণকে সহিংস করে তুলতে কাজ করছিলেন বলে প্রমাণ পাওয়ার অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে।
তার বিরুদ্ধে অভিযোগ দীর্ঘদিনের। তবে এতোদিন ধারণা ছিল তিনি পালিয়ে আছেন। তবে গত বছরের আগস্ট মাসে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।
ডয়েচে ভেলের খবরে বলা হয়েছে, ইজ্জত ব্রাদারহুড সদস্য ও বিরোধীদের মধ্যে সংঘাতের সময় তার সংগঠনের সদস্যদের হাতে অস্ত্র তুলে নিতে বলেছিলেন। ২০১৫ সালে সাবেক প্রসিকিউটার জেনারেলের হত্যার ক্ষেত্রেও তার ভূমিকা ছিল বলে অভিযোগ। সাবেক প্রসিকিউটার জেনারেল ছিলেন মুসলিম ব্রাদারহুড আন্দোলনের বিরোধী।
এ রায় নিয়ে চুপ রয়েছেন ইজ্জতের আইনজীবীরাও। যদিও ব্রাদারহুড প্রথম থেকেই বলে আসছে, এসব অভিযোগ মিথ্যা। ২০১৩ থেকে গ্রেপ্তার হওয়া পর্যন্ত তিনি ছিলেন মুসলিম ব্রাদারহুডের প্রধান।
২০১৪ সাল থেকে সেনা প্রধান আব্দেল ফতাহ এল-সিসসি প্রেসিডেন্ট হয়েছেন। তিনি নানাভাবে মুসলিম ব্রাদারহুডের ওপর নিপীড়ন চালিয়ে আসছেন। সাম্প্রতিক সময়ে মিশরের বিচারকরা কয়েকশ মুসলিম ব্রাদারহুড নেতা ও কর্মীকে মৃত্যুদণ্ড দিয়েছে।
এনটি