মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে আবারও অন্ধকারে নিমজ্জিত হবে দেশ: ফখরুল চক্রান্তের ফাঁদে না পড়ে সর্বোচ্চ ধৈর্য ধারণের আহ্বান শায়খ আহমাদুল্লাহর ভোলায় জুলাই-আগস্ট বিপ্লবে শহীদদের স্মরণে দোয়া ও স্মরণসভা চরমোনাইর বার্ষিক অগ্রহায়ণ মাহফিল বুধবার, চলছে সর্বশেষ প্রস্তুতি সবাইকে শান্ত থাকার আহ্বান আসিফ মাহমুদের অসহায় শীতার্তের পাশে মাওলানা গাজী ইয়াকুবের তাকওয়া ফাউন্ডেশন দেশের তিন জেলায় শিক্ষক নিচ্ছে ‘আলোকিত মক্তব’ বৃদ্ধার দাড়ি টেনে ছিঁড়ে ফেলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল প্রতিবন্ধীদের ধর্মীয় ও কারিগরি শিক্ষা দিতে পারলে দেশ এগিয়ে যাবে: ধর্ম উপদেষ্টা ভারতকে হিন্দু রাষ্ট্র করার ষড়যন্ত্র সফল হবে না: মাওলানা আরশাদ মাদানী

দিনেদুপুরে ঘরে ঢুকে কিশোর ইজিবাইক চালককে হত্যা!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সাতক্ষীরায় দিনেদুপুরে ঘরে ঢুকে সালাউদ্দিন আহমেদ (১৫) নামের এক কিশোর ইজিবাইক চালককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে তারই বন্ধুর বিরুদ্ধে।

আজ শনিবার দুপুর দেড়টার দিকে জেলা শহরের কাশেমপুর জামতলা মালিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সালাউদ্দিন ইজিবাইক চালক শাহজাহান আলী ওরফে বাবুর ছেলে। সালাউদ্দিন নিজেও ইজিবাইক চালাত।

পুলিশ জানায়, বাড়িতে কেউ না থাকার সুযোগে সালাউদ্দিনের ঘরে ঢোকে তারই বন্ধু সাতক্ষীরা সিটি কলেজ এলাকার সাগর হোসেন। ওই সময় সালাউদ্দিনকে হত্যা করে সাগর। এরপর সাগর তার বাবা শহিদুল ইসলামকে এ ঘটনা জানায়। পরে শহিদুল নিহত সালাউদ্দিনের বাবা শাহজাহানকে খবরটি জানান এবং সালাউদ্দিনের লাশ ঘর থেকে বের করে আনতে বলেন।

সালাউদ্দিনের বাবা শাহজাহান আলীর বরাত দিয়ে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বোরহান উদ্দিন জানান, নিহত সালাউদ্দিন বাড়ির একটি কক্ষে একাই থাকত। সেই কক্ষেই ধারালো অস্ত্র দিয়ে তাকে হত্যা করে পালিয়ে যায় সালাউদ্দিন। পরে তাকে আটক করা হয়েছে।

ওসি জানান, কী কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে তা জানা যায়নি। তবে প্রাথমিক তদন্তে পুলিশ জেনেছে, নিহত সালাউদ্দিন ও অভিযুক্ত সাগর হোসেন দুজনেই মাদকাসক্ত ছিল। তারা মাদক কারবারের সঙ্গেও জড়িত ছিল বলে অভিযোগ পাওয়া গেছে। অপরদিকে একটি ইজিবাইক বেচাকেনা নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব চলছিল। এর কোনো একটি কারণে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে পুলিশের ধারণা।

ওসি জানান, হত্যার খবর পাওয়ার পরপরই পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে যান। এ ঘটনায় পুলিশ রসুলপুর গ্রামের রফিক নামের এক যুবককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। ময়নাতদন্তের জন্য সালাউদ্দিনের লাশ সাতক্ষীরা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ