মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে আবারও অন্ধকারে নিমজ্জিত হবে দেশ: ফখরুল চক্রান্তের ফাঁদে না পড়ে সর্বোচ্চ ধৈর্য ধারণের আহ্বান শায়খ আহমাদুল্লাহর ভোলায় জুলাই-আগস্ট বিপ্লবে শহীদদের স্মরণে দোয়া ও স্মরণসভা চরমোনাইর বার্ষিক অগ্রহায়ণ মাহফিল বুধবার, চলছে সর্বশেষ প্রস্তুতি সবাইকে শান্ত থাকার আহ্বান আসিফ মাহমুদের অসহায় শীতার্তের পাশে মাওলানা গাজী ইয়াকুবের তাকওয়া ফাউন্ডেশন দেশের তিন জেলায় শিক্ষক নিচ্ছে ‘আলোকিত মক্তব’ বৃদ্ধার দাড়ি টেনে ছিঁড়ে ফেলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল প্রতিবন্ধীদের ধর্মীয় ও কারিগরি শিক্ষা দিতে পারলে দেশ এগিয়ে যাবে: ধর্ম উপদেষ্টা ভারতকে হিন্দু রাষ্ট্র করার ষড়যন্ত্র সফল হবে না: মাওলানা আরশাদ মাদানী

ঢাবি ইসলামিক স্টাডিজ বিভাগের প্রবীণ অধ্যাপক আব্দুল মালেক আর নেই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের প্রবীণ শিক্ষক অধ্যাপক মুহাম্মদ আব্দুল মালেক আর নেই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাত ১০টার দিকে মৃত্যুবরণ করেন অধ্যাপক মুহাম্মদ আব্দুল মালেক।

১৯৭০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যোগদান করার পর থেকে দীর্ঘ অর্ধশত বছরেরও বেশি সময় ধরে বিভাগে শিক্ষাদান করেছেন তিনি। শিক্ষক হিসেবে তিনি শিক্ষার্থীদের কাছে খুবই জনপ্রিয় ছিলেন। ছাত্রছাত্রীদেরকে সবসময় আপনি বলে সম্বোধন করতেন।

অধ্যাপনার পাশাপাশি নানামুখি সামাজিক কার্যক্রমেও তিনি সম্পৃক্ত ছিলেন মুহাম্মদ আব্দুল মালেক। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ইসলাম শিক্ষা বই তাঁর রচনা।

প্রবীণ এই শিক্ষাসাধকের ইন্তিকালে দেশের গুণীমহলে শোক নেমে এসেছে। ঢাবি ইসলামিক স্টাডিজ বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুর রশিদ তাঁর ফেসবুক স্ট্যাটাসে লেখেন, 'আমার পিতৃতুল্য শিক্ষক প্রফেসর মুহাম্মদ আব্দুল মালেক স্যার আজ রাত ১০:০৫ চিকিৎসারত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।'

অন্যদিকে বিভাগের সাবেক শিক্ষার্থী ও ঢাকার মাইলস্টোন কলেজের ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষক মুহাম্মদ ছফিউল্লাহ হাশেমী তার শিক্ষককে নিয়ে ফেসবুকে আবেগঘন স্ট্যাটাস দেন। সেখানে তিনি লেখেন, আমরা আমাদের আরেকজন শিক্ষককে হারালাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক আব্দুল মালেক স্যার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কিছুক্ষণ আগে ইন্তিকাল করেছেন। স্যারের ইন্তিকালে একটা ইতিহাসের অবসান ঘটলো। মহান আল্লাহ রাব্বুল আলামিন স্যারের জীবনের তামাম নেক খেদমতকে কবুল করুন, গুনাহখাতাগুলো মেহেরবাণী করে ক্ষমা করে দিন এবং সর্বোপরি তাঁকে জান্নাতুল ফিরদাউসে স্থান দিন। মহান আল্লাহ তাঁর শোক সন্তপ্ত পরিবার, ছাত্র ও প্রিয়জনদেরকে সবরে জামিল দান করুন।

শুক্রবার রাতেই অধ্যাপক মুহাম্মদ আব্দুল মালেকের মরদেহ বরিশালের স্বরূপকাঠিতে নিজের গ্রামে নেওয়ার কথা জানিয়েছেন পরিবারের সদস্যরা। তার প্রতিষ্ঠিত মসজিদের পাশে আজ শনিবার জানাযা শেষে দাফন করা হয়।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ