মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে আবারও অন্ধকারে নিমজ্জিত হবে দেশ: ফখরুল চক্রান্তের ফাঁদে না পড়ে সর্বোচ্চ ধৈর্য ধারণের আহ্বান শায়খ আহমাদুল্লাহর ভোলায় জুলাই-আগস্ট বিপ্লবে শহীদদের স্মরণে দোয়া ও স্মরণসভা চরমোনাইর বার্ষিক অগ্রহায়ণ মাহফিল বুধবার, চলছে সর্বশেষ প্রস্তুতি সবাইকে শান্ত থাকার আহ্বান আসিফ মাহমুদের অসহায় শীতার্তের পাশে মাওলানা গাজী ইয়াকুবের তাকওয়া ফাউন্ডেশন দেশের তিন জেলায় শিক্ষক নিচ্ছে ‘আলোকিত মক্তব’ বৃদ্ধার দাড়ি টেনে ছিঁড়ে ফেলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল প্রতিবন্ধীদের ধর্মীয় ও কারিগরি শিক্ষা দিতে পারলে দেশ এগিয়ে যাবে: ধর্ম উপদেষ্টা ভারতকে হিন্দু রাষ্ট্র করার ষড়যন্ত্র সফল হবে না: মাওলানা আরশাদ মাদানী

টিকা নিয়েও করোনায় আক্রান্ত হিন্দুত্ববাদী সংগঠন আরএসএসের প্রধান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: টিকা নেওয়ার পরও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ভারতের কট্টর হিন্দুত্ববাদী রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) সভাপতি মোহন ভাগবত। শুক্রবার (১০ এপ্রিল) রাতে উগ্র হিন্দুত্ববাদী আরএসএসের পক্ষ থেকে করা এক টুইটে এ তথ্য জানানো হয়েছে। শনিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস।

খবরে জানা গেছে, আরএসএসের টুইটে বলা হয়, কোভিডের সাধারণ উপসর্গ রয়েছে ভাগবতের। তাকে নাগপুরের কিংসওয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার চিকিৎসা চলছে।

এর আগে, গত ৭ মার্চ নাগপুরের ক্যান্সার ইনস্টিটিউট থেকে করোনাভাইরাসের টিকার প্রথম ডোজ নিয়েছিলেন মোহন ভাগবত। পরে করোনার উপসর্গ দেখা দিলে পরীক্ষায় ফলাফল পজিটিভ আসে তার।

গত ৭ মার্চ নাগপুরের ন্যাশনাল ক্যানসার ইনস্টিটিউটে ৭০ বছরের ভাগবতকে করোনা টিকার প্রথম ডোজ দেওয়া হয়েছিল। সেদিন টিকা নিয়েছিলেন আরএসএসের সাধারণ সম্পাদক সুরেশ ভাইয়াজি জোশীও।

মোহন ভাগবত অবশ্য এখনও টিকার দ্বিতীয় ডোজ পাননি। তার আগেই সংঘ প্রধানের দেহে করোনার অস্তিত্ব মিলেছে।

এদিকে করোনার দ্বিতীয় ঢেউয়ে রীতিমতো বিধ্বস্ত ভারত। শুক্রবার দৈনিক আক্রান্তের সংখ্যা ১ দশমিক ৩ লাখের গণ্ডি ছাড়িয়ে গিয়েছে; যা এখনও পর্যন্ত একদিনে সর্বোচ্চ। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে কোভিড পরীক্ষার ওপর জোর দেওয়ার তাগিদ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

তিনি বলেন, ‘‌সবার প্রতি আবেদন জানাচ্ছি, আপনারা করোনা পরীক্ষার ওপর জোর দিন। ৭০ শতাংশ আরটিপিসিআর পরীক্ষা করানো আমাদের লক্ষ্য। পজিটিভ রোগীর সংখ্যা বাড়লেও যতটা বেশি সম্ভব পরীক্ষা করাতে হবে।’

নরেন্দ্র মোদি বলেন, উপযুক্ত নমুনা সংগ্রহ করা অত্যন্ত জরুরি। সেই নমুনা উপযুক্ত জায়গায় পরীক্ষা করতে হবে।

এনটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ