মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে আবারও অন্ধকারে নিমজ্জিত হবে দেশ: ফখরুল চক্রান্তের ফাঁদে না পড়ে সর্বোচ্চ ধৈর্য ধারণের আহ্বান শায়খ আহমাদুল্লাহর ভোলায় জুলাই-আগস্ট বিপ্লবে শহীদদের স্মরণে দোয়া ও স্মরণসভা চরমোনাইর বার্ষিক অগ্রহায়ণ মাহফিল বুধবার, চলছে সর্বশেষ প্রস্তুতি সবাইকে শান্ত থাকার আহ্বান আসিফ মাহমুদের অসহায় শীতার্তের পাশে মাওলানা গাজী ইয়াকুবের তাকওয়া ফাউন্ডেশন দেশের তিন জেলায় শিক্ষক নিচ্ছে ‘আলোকিত মক্তব’ বৃদ্ধার দাড়ি টেনে ছিঁড়ে ফেলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল প্রতিবন্ধীদের ধর্মীয় ও কারিগরি শিক্ষা দিতে পারলে দেশ এগিয়ে যাবে: ধর্ম উপদেষ্টা ভারতকে হিন্দু রাষ্ট্র করার ষড়যন্ত্র সফল হবে না: মাওলানা আরশাদ মাদানী

এবার ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের ‘মেশিনগান পোস্ট’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সিলেট ও নারায়ণগঞ্জের পর এবার ব্রাহ্মণবাড়িয়ায় নিরাপত্তা জোরদারে ‘লাইট মেশিনগান পোস্ট’ (এলএমজি) স্থাপন করেছে পুলিশ। জেলার থানা ও পুলিশ ফাঁড়িসহ অন্তত ২৭টি স্থাপনায় এমন ব্যবস্থা নেয়া হয়েছে।

আজ শুক্রবার ব্রাহ্মণবাড়িয়া পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সরকারি স্থাপনায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। গত ২৬-২৮ মার্চ ‘হেফাজতের সহিংস ও ধ্বংসাত্মক কর্মকাণ্ডের’ প্রেক্ষাপটে এ পদক্ষেপ নেয়া হলো।

এলএমজি পোস্ট স্থাপনকৃত থানাগুলো হলো- ব্রাহ্মণবাড়িয়া সদর, আশুগঞ্জ, সরাইল, নাসিরনগর, নবীনগর, বাঞ্ছারামপুর, কসবা, আখাউড়া ও বিজয়নগর।

তিনটি পুলিশ ফাঁড়ি হলো- ১ ও ২ নং শহর ফাঁড়ি, ইসলামপুর ও ধরখার। দুটি তদন্ত কেন্দ্র হলো- চাতলপাড় ও আউলিয়া বাজার। ছয়টি পুলিশ ক্যাম্প হলো- সার কারখানা, পিডিবি, টোলপ্লাজা, শিবপুর, ছলিমগঞ্জ ও চম্পনগর।

এ ছাড়া জেলা পুলিশ লাইন্সের ৪টি এবং পুলিশ সুপারের কার্যালয়ে একটি এলএমজি পোস্ট স্থাপন করা হয়েছে। এসব পোস্টে আধুনিক ও ভারি অস্ত্রসহ রয়েছেন প্রশিক্ষিত পুলিশ সদস্যরা, তাদের কাছে সরবরাহ করা হয়েছে পর্যাপ্ত অস্ত্র ও গোলাবারুদ।

বিষয়টি নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) রইছ উদ্দিন বলেন, হেফাজতের তাণ্ডব থেকে জেলার পুলিশের স্থাপনাগুলোও রক্ষা পায়নি। সে জন্য সম্ভাব্য আক্রমণ ঠেকাতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, স্থাপনা ও সাধারণ মানুষের নিরাপত্তায় পোস্টগুলো স্থাপন করা হয়েছে। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত এটি বহাল থাকবে।

এর আগে সিলেটের ১৭টি থানা, পুলিশ ফাঁড়ি ও তদন্ত কেন্দ্রে এলএমজি পোস্ট স্থাপন করা হয়। নারায়ণগঞ্জের ২০টি স্থাপনায় একই ধরনের পোস্ট স্থাপন করার খবর পাওয়া গেছে।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ