মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬


‘দাওয়াতুল হকের কাজ হলো পৃথিবীতে আল্লাহর রাসুল সা. এর সুন্নাহকে জিন্দা করা’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম।।

বেফাকুল মাদারিসিল আরাবিয়ার মহাসচিব, জামিয়া রাহমানিয়া আরাবিয়া সাত মসজিদ মোহাম্মদপুর মাদরাসার মুহতামিম মাওলানা মাহফুজুল হক বলেন, দাওয়াতুল হকের কাজ হলো পৃথিবীতে আল্লাহর রাসুল সা. এর সুন্নাহকে জিন্দা করা। আল্লাহ তায়ালা এমন এক ব্যক্তির মাধ্যমে এ কাজ শুরু করিয়েছেন, তিনি হলেন আল্লামা আশরাফ আলী থানভী রহ.। আর বাংলাদেশে এ কাজ করেছেন আল্লামা মোহাম্মদুল্লাহ হাফেজ্জি হুজুর রহ.। আমরা এ কাজ করতে গিয়ে যখন চিন্তা করবো এর নেসবত কত উপরে তখন আমাদের বুঝে আসবে এটা কত মহান কাজ।

আজ বাংলাদেশে এ মহান কাজ আঞ্জাম দিচ্ছেন মুহিউস্সুন্নাহ আল্লামা মাহমুদুল হাসান। আমরা রাসুলের সুন্নাহকে জীবিত রাখতে এ কাজের সঙ্গে অবশ্যই জড়িত থাকবো। আল্লাহ তায়ালা আমাদের তৌফিক দান করুন। আমিন।

আম বয়ানের মাধ্যমে শুরু হওয়া মজলিসে দাওয়াতুল হকের ইজতেমায় আজ শনিবার মাওলানা মাহফুজুল হক এ কথাগুলো বলেন।

আজ শনিবাররর ফজরের পর আম বয়ানের মাধ্যমে রাজধানীর যাত্রাবাড়ীর জামিয়া দারুল উলুম মাদানিয়ায় এই ইজতেমা শুরু হয়। দিনব্যাপী এ ইসলাহী ইজতেমা চলবে।

ইসলাহী মাহফিলে আম বয়ান করেন মজলিসে দাওয়াতুল হক বাংলাদেশের আমির আল্লামা মাহমুদুল হাসান। বয়ানে তিনি বলেন, আল্লাহ তায়ালার অনেক নাম আছে। ৯৯টা প্রশিদ্ধ আল্লাহসহ ১০০টা। আল্লামা ফখররুদ্দিন রাজি রহ. তফসিরে কাবীরের মধ্যে বলেন, আল্লাহর ৫ হাজারের চেয়ে বেশি নাম আমি লিখেছি। এগুলোর ফজিলত বলে শেষ করা যাবে না।

‘আল্লাহর মূল নাম একটা। আল্লাহ। আল্লাহ শব্দে যা বুঝায় এটা কোন মানুষ উপলবব্ধি করতে পারে না। বুঝতে পারে না। এটা বুঝবে যখন আল্লাহ সাথে সাক্ষাৎ হবে। আল্লাহর সাথে যখন আমরা সাক্ষাৎ করি তখন যেন আল্লাহ হাসতে থাকে আমাদের দেখে। আমরাও যেন হাসতে হাসতে মুলাকাত করি।’

মজলিসে দাওয়াতুল হকের ইজতেমায় উপস্থিত থাকবেন- স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল। এছাড়াও হারদুয়ী হজরত শাহ আবরারুল হক রহ. এর খলিফা ও দেশবরেণ্য ওলামায়ে কেরাম উপস্থিত থাকবেন।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ