শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ ।। ৭ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬


কাতারের কুরআন প্রতিযোগিতায় অনলাইনে অংশগ্রহণ করবেন যেভাবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কাউসার লাবীব।।

শুরু হয়েছে আজান ও পবিত্র কুরআন তিলাওয়াতের বিশ্ব প্রতিযোগিতা। কাতার ভিত্তিক বিশ্বখ্যাত Tegan of Light তার নবম মৌসুমের জন্য নিবন্ধন শুরু করেছে। এতে অংশগ্রহণ করতে পারবেন ৭ থেকে ১৩ বছরের শিশুকিশোর। ছেলে, মেয়ে উভয়ের জন্যই খোলা এ প্রতিযোগিতার প্লাটফর্ম।

যেসব শর্ত মেনে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হবে-

এক- বয়স ৭ থেকে ১৩ বছরের ভেতরে হতে হবে।
দুই- নাম তিন শব্দ বিশিষ্ট্য হতে হবে।
তিন- তিলাওয়াতের ভিডিও দুই থেকে চার মিনিটের মধ্যে হতে হবে।
চার- তিলাওয়াতের মধ্যে কোন ধরনের ইকো বা কোন প্রযুক্তি ব্যবহার করা যাবে না।
পাঁচ- তিলাওয়াত রেকর্ডিং করার শুরুতে নিজের নাম বলে নিতে হবে।

ছয়- একজন প্রতিযোগী আজান ও তিলাওয়াত উভয়টিতেই অংশগ্রহণ করতে পারবে। তবে এক্ষেত্রে আলাদা আলাদা ভিডিও জমা দিতে হবে।

যেসব তথ্য আপনাকে জমা দিতে হবে-

এক- প্রতিযোগীর নাম।
দুই- বয়স।
তিন- জন্ম তারিখ ও জন্ম সাল।
চার- নাগরিকত্ব এবং বাসস্থানের স্থান।
পাঁচ- নিজের মোবাইল নাম্বার (যদি থাকে)।
ছয়- অভিভাবকের মােবাইল নাম্বার।

যেভাবে জমা দিবেন-

আপনার প্রয়োজনীয় তথ্যসহ ভিডিও ক্লিপটি পাঠিতে দিতে হবে [email protected] এ ইমেইলে। তিলাওয়াত ও আজান জমা দেওয়ার শেষ তারিখ ২০ ফেব্রুয়ারি ২০২১।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ