আওয়ার ইসলাম: প্রশ্ন: হুজুর, আমার পিতা বাংলাদেশ ব্যাংকে কর্মরত। যতটুকু জানি, ব্যাংকের ইনকামকে ওলামায়ে কেরাম হারাম বলেই ফতোয়া দেয়। আমিও সেই অনুযায়ী আমার বাবাকে বুঝানোর চেষ্টা করেছি এবং তার থেকে কোন খরচও নেই না আমার ইনকামের সামর্থ হবার পর থেকে। প্রশ্ন হলো, উল্লেখিত ক্ষেত্রে বাবার সম্পত্তি ওয়ারিশ হিসেবে আমার জন্য হালাল হবে কি না? যদি না হয়, সেক্ষেত্রে আমি কিভাবে ভাগ হওয়া সম্পত্তি (যেহেতু অন্য ভাই-বোনদের মাঝেও ভাগ হয়েছে) কোন রাস্তায় খরচ করতে পারি যাতে আমার পিতার জন্য পরকালে উপকার হয়?
উত্তর: যদি আপনার বাবার সম্পদ পুরোটাই সুদী ব্যাংকের চাকুরীর মাধ্যমে অর্জিত। তাহলে সওয়াবের নিয়ত ছাড়া দান করে দিতে হবে। এসব সম্পদ কোন গরীব দুঃখী মানুষ। বা কোন দ্বীনী মাদরাসায় দান করে দিতে পারেন। আর যা অন্যান্য হালাল মাধ্যমে অর্জিত। তা মিরাছ হিসেবে গ্রহণ করাতে কোন সমস্যা নেই। দলিল: ফতোয়ায়ে শামী-৭/৩০১। বাজলুল মাজহুদ-১/৩৭।
-এটি