মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬


ফজর ও আসরের পর জানাজা পড়া যাবে কি?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাওলানা মামুনুল হক।।

ফজর ও আসরের নামাজের পর জানাজার নামাজ পড়া যাবে। তবে ফজরের পর সূর্যদয়ের পূর্বে আর আছরের পর সূর্য হলুদ বর্ণ ধারণ করার পূর্বে জানাজার নামাজ পড়ে নিতে হবে। তবে যখন সূর্য ওঠছে কিংবা আসরের পর যখন সূর্য ডুবছে কিংবা যখন সূর্য মাথার উপর থাকে তখন জানাজার নামাজ আদায় করা মাকরুহে তাহরিমি।

ফরজ নামাজ আদায়ের নির্ধারিত পাঁচটি সময় থাকলেও নফল নামাজের জন্য সময়ের কোনো সীমাবদ্ধতা নেই। যখন ইচ্ছা পড়া যাবে। তবে কিছু সময় এমন আছে যখন নামাজ পড়া সম্পূর্ণরূপে হারাম। আর কিছু সময় এমন আছে যাতে নির্ধারিত কিছু নামাজ পড়া মাকরুহ। সাহাবি উকবা বিন আমের জুহানী রা. বলেন, ‘তিনটি সময়ে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদেরকে নামাজ পড়তে এবং মৃতের দাফন করতে নিষেধ করতেন। সূর্য উদয়ের সময়; যতক্ষণ না তা পুরোপুরি উঁচু হয়ে যায়। সূর্য মধ্যাকাশে অবস্থানের সময় থেকে নিয়ে তা পশ্চিমাকাশে ঢলে পড়া পর্যন্ত। যখন সূর্য অস্ত যায়’। (সুবুলুস সালাম: ১/১১১, মুসলিম: ১/৫৬৮)

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ