মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬


জুমার দিনে মৃত্যুর ফজিলত বিষয়ে নবীজি করিম সা. যা বলেছেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জুমার দিনের গুরুত্ব ইসলামে অপরিসীম। এর ফজিলতও কম নয়।  এ দিনে মৃত্যুবরণ করলেও রয়েছে আল্লাহর পক্ষ থেকে বিশেষ নেয়ামতের অনন্য ছোঁয়া। এ ব্যাপারে হাদিসে এসেছে- হযরত আবদুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, যে মুসলমান জুমার দিনে কিংবা জুমার রাতে মৃত্যুবরণ করে। নিশ্চয়ই আল্লাহ তাআলা তাকে কবরের ফিতনা হতে নিরাপদ রাখেন। -মুসনাদে আহমদ, তিরমিজি, বাইহাকি

পবিত্র এ হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসগণ বলেন, ফিতনা দ্বারা কবরের মুনকার-নাকিরের জিজ্ঞাসাবাদ অথবা কবরের আজাবকে বুঝানো হয়েছে। হযরত আবু নুআইম ইস্পাহানি তার হিলয়া নামক গ্রন্থে হযরত যাবের রাদিয়াল্লাহু আনহু হতে একটি হাদিস বর্ণনা করেছেন, যেখানে কবরের আযাবের কথা সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে।

আল্লাহ তাআলা আমাদেরকে এ দিনের পবিত্রতা রক্ষা করার তাওফিক দিন। ইমানের সঙ্গে এ দিনে মৃত্যু নসিব করুন। আমিন।


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ