শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ।। ৭ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
কাল যাত্রাবাড়ী মাদরাসায় মজলিসে দাওয়াতুল হকের ইজতেমা শেখ হাসিনা ভারতে বসে দেশের বিরুদ্ধে চক্রান্ত করছেন: মজলিস মহাসচিব ডেঙ্গুতে এক সপ্তাহে ৩১ জনের মৃত্যু, আক্রান্ত ৬২৩০ মসজিদে নববীর আদলে হবে আন্দরকিল্লা শাহী জামে মসজিদ: ধর্ম উপদেষ্টা খাগড়াছড়ি প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত নতুন নির্বাচন কমিশনকে বিগত কমিশন থেকে শিক্ষা নিতে হবে: মুফতী ফয়জুল করীম লালপুরে যুবলীগ নেতার বিরুদ্ধে জমি দখল ও বাড়ি ভাংচুরের অভিযোগ জনতার চেয়ারম্যান সৈয়দ তালহাকে সুনামগঞ্জ ৩ আসনে জমিয়তের প্রার্থী ঘোষণা কুরআন-হাদিসের ভিত্তিতেই হতে হবে সংস্কার: বায়তুল মোকাররমের খতিব ইসলামী সঙ্গীত সম্রাট আইনুদ্দীন আল আজাদ রহ.-এর বাবার ইন্তেকাল

৩ শতাধিক নবীপ্রেমীকে সিরাতগ্রন্থ উপহার দিচ্ছে বইঘর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ‘সিরাতপাঠ ও সিরাতগ্রন্থ উপহার বিতরণ ও আলোচনা সভা’ শীর্ষক অনুষ্ঠানের মাধ্যমে তিন শতাধিক নবী প্রেমীকে সিরাতগ্রন্থ উপহার দিচ্ছে বইঘর।

আগামীকাল শনিবার বাংলাবাজারের মদীনা ভবনে একটি জমকালো অনুষ্ঠানের মাধ্যমে পুরস্কার বিতরণ শুরু করা হবে।

বইঘরের নির্বাহী পরিচালক এস এম আমিনুল ইসলাম জানান, সিরাতুন্নবী সা.-এর মাস পবিত্র রবিউল আউয়াল ঘিরে বইঘরের পক্ষ থেকে একটি ইভেন্টের আয়োজন করা হয়েছিল। প্রাথমিকভাবে ৫০ জন, পরবর্তীতে বর্ধিত সংখ্যায় মোট ৩০০ সিরাতপ্রেমীকে একটি করে সিরাতগ্রন্থ উপহার দেয়ার ঘোষণা দেয়া হয়েছিল। ‘কথা ছিল ৩০০ জনের মধ্যে ৫০ জন বিজয়ী ঘোষনা করে কোনো প্রকার খরচ ছাড়া বইঘর প্রকাশিত ‘প্রশ্নোত্তরে আমাদের নবীজি সা.’ বইটি উপহার দেয়া হবে।’

এস এম আমিনুল ইসলাম আরও জানান, প্রথম ঘোষনার পর পরবর্তীতে পাঠকের চাহিদার ওপর ভিত্তি করে আমরা একবার পুরস্কারের সংখ্যা বাড়িয়েছিলাম। নবীপ্রেমী সিরাত পাঠকদের উৎসাহ আমাদের উচ্ছ্বসিত করেছে। আমরা সর্বশেষ ঘোষনার মাধ্যমে উপহারের সংখ্যা আরো বাড়িয়েছি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন- বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, সাহিত্যিক, নজরুল গবেষক ও অর্থ মন্ত্রণালয়ের উপসচিব মো. জেহাদ উদ্দীন; সাপ্তাহিক মুসলিমজাহান সম্পাদক মোস্তফা মঈনউদ্দীন খান; বিশিষ্ট সাহিত্যিক, চিন্তাবিদ, খতিব ও মুহাদ্দিস মুহাম্মদ যাইনুল আবিদীন; মাসিক মদীনা সম্পাদক আহমদ বদরুদ্দীন খান; মাদানী কুতুবখানার প্রধান নির্বাহী মুফতি আমীমুল ইহসান; বিশিষ্ট আলেম, গবেষক, অনুবাদক ও মাদরাসা পরিচালক হাফেজ মাওলানা সাখাওয়াত হুসাইন এবং বিশিষ্ট সাহিত্যিক, সাংবাদিক, একুশে টেলিভিশনের নিউজরুম এডিটর ও বইঘর পরিচালক সমর ইসলাম।

তরুণ লেখক-সাহিত্যিক ও আলোচক হিসেবে উপস্থিত থাকবেন- এসএম আমিনুল ইসলাম, রোকন রাইয়ান, ইলিয়াস হাসান, ছানা উল্লাহ সিরাজী, রিদওয়ান হাসান, কামরুল হাসান নকীব, ইফতেখার জামিল, নেসারুদ্দীন রুম্মান, তুহিন খান, ইমরান রাইহান, মিশকাত শরিফ, সুলাইমান সাদী, রকিব মুহাম্মদ ও তালহা আল ইসলাম।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ