সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬


সিরাতুন্নবী সা. কুইজ প্রতিযোগিতা: বিজয়ী হলেন যারা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্দামান নওশাদ: পবিত্র রবিউল আউয়াল। সিরাতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম-মৃত্যুর মাস। প্রিয় নবিজীর জীবনভিত্তিক আলোচনার বসন্তের মাস। এ মাসে রাসূলে আরাবির সা. জীবন নিয়ে সবচে বেশি আলোচনা হয়। নবি সম্পর্কে বিশদ জ্ঞান লাভ করেন মানুষ। মহানবি সা. এর মানবপ্রেম, দেশপ্রেম ও নৈতিকতার শিক্ষা ছড়িয়ে পড়ে সবখানে। আর এ নবির শিক্ষা ছড়িয়ে দেয়ায় অংশ নিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনভিত্তিক কুইজ প্রতিযোগিতার আয়োজন করেছিলো উত্তর আমেরিকার জনপ্রিয় ইসলামিক টেলিভিশন Itvusa ও অনলাইন সংবাদ মাধ্যম আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম। যৌথ উদ্যোগের এ আয়োজনে স্পন্সর হিসেবে ছিলো আমেরিকার জনপ্রিয় রেডিও fm786 ও দেশের অভিজাত প্রকাশনী প্রতিষ্ঠান মাকতাবাতুল ইসলাম এর কর্ণধার লেখক, সম্পাদক, আহমদ গালিব। রবিউল আউয়ালের পুরো মাসব্যাপী চলেছে এ প্রতিযোগিতা।

মাসব্যাপী আয়োজিত সিরাতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুইজ প্রতিযোগিতা অত্যন্ত সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম সম্পাদক মুফতি হুমায়ুন আইয়ুব অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানিয়ে বলেন, ‘যারা মাসব্যাপী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সালামের জীবনভিত্তিক কুইজ প্রতিযোগিতায় অংশ নিয়েছেন, আমরা প্রত্যেককে ধন্যবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি। আমরা আমাদের জীবনের চেয়েও বেশি ভালোবাসি আমাদের পেয়ারা হাবীব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। নবির জন্ম মাসে আমরা এ জাতীয় উদ্যোগ নিতে পেরে অত্যন্ত আনন্দিত। প্রতিবছরই আমরা এমন আয়োজন করতে চাই। আপনারা এবারের মতো প্রতিবারই আমাদের সাথে থাকবেন বলে আশাবাদ ব্যক্ত করছি।’

উত্তর আমেরিকার জনপ্রিয় ইসলামিক টেলিভিশন Itvusa এর সিইও মোহাম্মদ শহীদুল্লাহ বলেছেন, ‘যে সকল প্রতিযোগী আমাদের এই আয়োজনে অংশ নিয়েছেন আমরা প্রত্যেককে জানাচ্ছি শুভেচ্ছা। আর যারা বিজয়ী হয়েছেন তাদের জানাই অভিনন্দন। প্রতিযোগিতার নিয়ম মোতাবেক প্রতিদিন একজন করে বিজয়ী নির্ধারণ করা হয়েছে। অতি শিগগিরই বিজয়ীদের হাতে পুরস্কার পৌঁছে দেয়া হবে ইনশাআল্লাহ।

মাকতাবাতুল ইসলাম এর কর্ণধার লেখক সম্পাদক আহমদ গালিব বলেন,তরুণ প্রজন্মের মাঝে মহানবী সাল্লাল্লাহু আলাই সালাম এর ভালোবাসা বিস্তারের জন্য এ আয়োজন করা হয়েছে। তরুণদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদেরকে আনন্দিত।র

প্রতিদিন একটি করে প্রশ্নের উত্তর দিয়ে অংশ নিয়েছিলেন প্রায় ৫ শতাধিক প্রতিযোগি। এতে ত্রিশ দিনে ত্রিশজন বিজয়ীকে লটারির মাধ্যমে বাছাই করা হয়েছে। বাছাইকৃত বিজয়ীরা হলেন, ১ম দিনের বিজয়ী হাবিবুল ইসলাম, ২য় দিনের বিজয়ী হাবিবুর রহমান, ৩য় দিনের বিজয়ী মুহাম্মদ সাঈদুল ইসলাম, ৪র্থ দিনের বিজয়ী আলেমা তাইয়্যিবা, ৫ম দিনের বিজয়ী মাহদি সাবেরী, ৬ষ্ঠ দিনের বিজয়ী আলম তাওহিদ, ৭ম দিনের বিজয়ী হাফিজুল ইসলাম লস্কর, ৮ম দিনের বিজয়ী আশরাফ মাহমুদ মহল্লি, ৯ম দিনের বিজয়ী আনাস মাহমুদ, ১০ম দিনের বিজয়ী উম্মে রোমাইসা, ১১ম দিনের বিজয়ী উম্মে আবদুল্লাহ, ১২তম দিনের বিজয়ী মুহাম্মদ নাসির খান, ১৩তম দিনের বিজয়ী জান্নাতু আফরা, ১৪তম দিনের বিজয়ী মুহাম্মদ আল আমিন, ১৫তম দিনের বিজয়ী ফারিয়া ইসলাম, ১৬তম দিনের বিজয়ী মুহাম্মদ আব্দুল মতিন, ১৭তম দিনের বিজয়ী মুহাম্মদ ইব্রাহীম মিজান, ১৮তম দিনের বিজয়ী মুহাম্মদ শরিফুল ইসলাম, ১৯তম দিনের বিজয়ী মুহাম্মদ মাহফুজ আলম, ২০তম দিনের বিজয়ী মুহাম্মদ জুনায়েদ হোসাইন, ২১তম দিনের বিজয়ী এ বি সিদ্দিক, ২২তম দিনের বিজয়ী আমিরুল ইসলাম, ২৩ তম দিনের বিজয়ী লুবাবা তাহসিন রহমান, ২৪তম দিনের বিজয়ী আসাদ শাহ, ২৫তম দিনের বিজয়ী মুহাম্মাদ আরাফাত, ২৬তম দিনের বিজয়ী সাদ্দাম হুসাইন, ২৭তম দিনের বিজয়ী রাদওয়া নূর, ২৮তম দিনের বিজয়ী শাহরিয়ার আহমেদ বাপ্পি, সর্বশেষ ২৯ তম দিনের বিজয়ী তানিয়া তানি।

এমডব্লিউ/এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ