শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ ।। ৭ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী সদস্য হলেন মুন্সিগঞ্জের নিরব ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু বাজারে এলো ইনফিনিক্সের সবচেয়ে স্লিম স্মার্টফোন বৈষম‌বিরোধী ছাত্র-জনতার আন্দোলন: বেঁচে ফেরার আশা করেনি সানিয়াত মুসলিম কমিউনিটি কমলগঞ্জ উপজেলা শাখার কমিটি গঠন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন: অর্থের অভাবে অনেক আহতের হচ্ছে না চিকিৎসা কোটি টাকার সহায়তা নিয়ে ফিলিস্তিনিদের পাশে হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি ফরিদপুরে ইসলামিক ফাউন্ডেশনের ‘কুরআন সবক অনুষ্ঠান’র উদ্বোধন কোম্পানীগঞ্জে ট্রাকচাপায় প্রাণ গেল শিশুর রংপুর বিভাগীয় লেখক পরিষদের সভাপতি জুননুন, জাকির সম্পাদক

বাংলাদেশে সেন্ট্রাল শরীয়াহ বোর্ড এর ‘বন্ড’ পরিচালনা বিষয়ক কর্মশালার উদ্বোধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সেন্ট্রাল শরীয়াহ্ বোর্ড ফর ইসলামিক ব্যাংকস্ অব বাংলাদেশ ও International Shari’ah Research Academy for Islamic Finance (ISRA), Malaysia-এর যৌথ উদ্যোগে ৪ দিনব্যাপী ‘Workshop on Issuance and Management of Sukuk in Bangladesh’ এর কর্মশালার উদ্ধোধন হয়েছে।

গতকাল ২৬ সেপ্টেম্বর (শনিবার) বাংলাদেশ সময় সকাল ১০টা ৩০ মিনিটে অনলাইন প্লাটফর্মে (জুম ওয়েবিনারে) এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সেন্ট্রাল শরীয়াহ বোর্ড এর এফএভিপি মুহাম্মদ সাইফুল্লাহ প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, চলতি মাসের ২৬ থেকে ২৯ সেপ্টেম্বর ২০২০ তারিখ পর্যন্ত মোট ৪ দিনব্যাপী ‘Workshop on Issuance and Management of Sukuk in Bangladesh’-এর এ ওয়ার্কশপটি প্রতিদিন ২টা থেকে ৫:৩০টা পর্যন্ত পরিচালিত হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থসচিব জনাব আব্দুর রউফ তালুকদার। বিশেষ অতিথি হিসেবে অংশগ্রহণ করেন- International Shari’ah Research Academy for Islamic Finance (ISRA), Malaysia-এরএক্সিকিউটিভ ডিরেক্টর Prof. Dr. Mohamad Akram Laldin, বাহরাইনভিত্তিক Accounting and Auditing Organization for Islamic Financial Institutions (AAOIFI)-এর সেক্রেটারি জেনারেল জনাব ওমর মুস্তফা আনসারী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক অর্থসচিব জনাব আরাস্তু খান, বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম) এর মহাপরিচালক জনাব মোঃ আখতারুজ্জামান, পিএইচডি, বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক জনাব সৈয়দ তারিকুজ্জামান, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান প্রফেসর মো. নাজমুল হাসান, পিএইচডি, সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান প্রফেসর মো. আনোয়ারুল আজিম আরিফ, স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান জনাব কাজী আকরাম উদ্দীন আহমেদ, আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান জনাব আলহাজ্জ আব্দুস সামাদ ও ব্যাংক এশিয়া লিমিটেডের নির্বাহী কমিটির চেয়ারম্যান জনাব রূমি এ হোসেন, বিশিষ্ট অর্থনীতিবিদ ড. এম. কবির হাসান।

এ ছাড়া বিশিষ্ট ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অতিথি হিসেবে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সেন্ট্রাল শরীয়াহ বোর্ডের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) জনাব এম আযীযুল হক। মডারেটর হিসেবে দায়িত্ব পালন করেন বোর্ডের সেক্রেটারি জেনারেল জনাব মো. আবদুল্লাহ শরীফ।

প্রধান অতিথির বক্তব্যে অর্থসচিব জনাব আব্দুর রউফ তালুকদার বলেন, উন্নয়ন কর্মকান্ডে সরকার শীঘ্রই সুকুক তথা ইসলামিক বন্ড প্রবর্তন করতে যাচ্ছে। বিশ্বজুড়েই এটি চালু রয়েছে। তাই আমরা চাইছি, উন্নয়ন প্রক্রিয়া অব্যাহত রাখতে বাংলাদেশেও শরীয়াহভিত্তিক ইসলামিক বন্ড তথা সুকুক চালু হোক। সভাপতির বক্তব্যে জনাব এম আযীযুল হক বলেন, বাংলাদেশ সরকার অতিশীঘ্রই সুকুক প্রবর্তন করার কথা ভাবছে। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ইতোমধ্যেই এ সংক্রান্ত নীতিমালা ইস্যু করেছে। বাংলাদেশ ব্যাংকও এ বিষয়ে প্রয়োজনীয় গাইডলাইন চূড়ান্ত করতে যাচ্ছে। ব্যাংকসহ কিছু কর্পোরেট প্রতিষ্ঠান বাংলাদেশী মার্কেটে সুকুক চালু করার জন্য অধীর আগ্রহে অপেক্ষমাণ।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রায় ২৫০ জন সরাসরি অংশগ্রহণ করেন। এছাড়াও সেন্ট্রাল শরীয়াহ্ বোর্ডের ফেইসবুক পেইজ ও ইউটিউব চ্যানেলে বিপুলসংখ্যক দর্শক অনুষ্ঠানটি উপভোগ করেন। বেলা ২টায় ওয়ার্কশপ শুরু হয়। এতে অর্থ মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন, বিআইবিএম, বিভিন্ন বাণিজ্যিক ব্যাংক, অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, হাউজ বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন, ইনভেস্টমেন্ট কর্পোরেশন ও মার্চেন্ট ব্যাংকসহ ৪৫টি প্রতিষ্ঠানের ১৬৫টি জন নির্বাহী ও কর্মকর্তা ওয়ার্কশপে অংশগ্রহণ করেন। ৪ দিনব্যাপী ওয়ার্কশপের মিডিয়া পার্টনার হিসেবে এটিএন বাংলা টেলিভিশন, Financial Express ও দৈনিক বণিকবার্তা অনুষ্ঠানটির তাৎপর্য তুলে ধরে বিশেষ সংবাদ প্রচার করছে।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ