আওয়ার ইসলাম: মক্কায় হজযাত্রীদের অবস্থানের জন্য সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয় একটি বিশেষায়িত হোটেল বরাদ্দ দিয়েছে। জিলহজের ৪ তারিখ মিনায় গমনের আগপর্যন্ত হজযাত্রীরা এই হোটেলে থাকবেন। এখানে প্রত্যেক হাজীর জন্য থাকবে আলাদা কামরা। কামরায় তাদের জন্য থাকবে জীবানুমুক্ত জমজম পানির ক্যান, ফল ও মিষ্টান্নের ঝুড়ি, খাবার গ্রহণের থালা-বাসন, পরিবহনের জন্য ব্যাগ ও ছাতা।
এছাড়া সাজানো কামরায় থাকবে সুন্দর মখমল বিছানা, জীবানুনাশক পদার্থ, ফেইস মাস্ক এবং হজ নির্দেশিকামূলক বই। আর এ মৌসুমে জামরায় শয়তানকে নিক্ষেপের জন্য কঙ্কর; কামরায় থাকতেই দিয়ে দেয়া হবে।
মক্কায় পরিভ্রমণের জন্য প্রত্যেক হজযাত্রীকে প্রাথমিক সরঞ্জাম বহনেরও আলাদা ব্যাগ দেয়া হবে। এতে ঝটিকা সফরে ব্যবহৃত একান্ত প্রয়োজনীয় সরঞ্জাম নেয়া যাবে।
সূত্র: আল আরাবিয়া
এমডব্লিউ/