শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ ।। ৭ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী সদস্য হলেন মুন্সিগঞ্জের নিরব ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু বাজারে এলো ইনফিনিক্সের সবচেয়ে স্লিম স্মার্টফোন বৈষম‌বিরোধী ছাত্র-জনতার আন্দোলন: বেঁচে ফেরার আশা করেনি সানিয়াত মুসলিম কমিউনিটি কমলগঞ্জ উপজেলা শাখার কমিটি গঠন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন: অর্থের অভাবে অনেক আহতের হচ্ছে না চিকিৎসা কোটি টাকার সহায়তা নিয়ে ফিলিস্তিনিদের পাশে হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি ফরিদপুরে ইসলামিক ফাউন্ডেশনের ‘কুরআন সবক অনুষ্ঠান’র উদ্বোধন কোম্পানীগঞ্জে ট্রাকচাপায় প্রাণ গেল শিশুর রংপুর বিভাগীয় লেখক পরিষদের সভাপতি জুননুন, জাকির সম্পাদক

‘প্রিয় উস্তাদ, মুহাদ্দিসে কাবির, হযরত নোমান আহমদ রহ.: কিছু স্মৃতি, কিছু কথা’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাওলানা মামুনুল হক।।
শাইখুল হাদিস, জামিয়া রাহমানিয়া আরাবিয়া ঢাকা।

১৯৮৮সালের কথা৷ আমরা হযরত শায়খুল হাদীস রহঃ এর নেতৃত্বে জামিয়া রাহমানিয়ার স্থায়ী নিজস্ব ভূমির সন্ধানে মোহাম্মদী হাউজিং থেকে সাত মসজিদ এলাকায় স্থানান্তর হই৷ ঐতিহাসিক সাত মসজিদ লাগোয়া জমিটি জামিয়ার জন্য কেনার উদ্যোগ নেয়া হয়৷ আর অস্থায়ীভাবে নূর হোসেন সাহেবের নির্মাণাধীন বিল্ডিং এবং সাত মসজিদ সংলগ্ন টিনসেড ঘর তৈরি করে মাদরাসার কার্যক্রম চালানো হয়৷

ঐ সময়ে আমরা নাহবেমীর জামাতে পড়ি৷ টিনসেডের ঘরে বেড়ার পার্টিশন দিয়ে একেক জামাতের জন্য আলাদা আলাদা ঘর তৈরি করা হয়৷ আমাদের বেড়ার অপর প্রান্তেই ছিল জালালাইন জামাতের অবস্থান৷ জামিয়ার জন্য তখন নতুন শিক্ষকের প্রয়োজন৷ রাহমানিয়া মাদরাসায় তখন শিক্ষক রাখার পদ্ধতি ছিল প্রাথমিক তথ্য যাচাই ও মৌখিক ইন্টারভিউয়ের পর মূল পর্ব হলো পরীক্ষামূলক সবক পড়ানো৷ আমরা নিচের জামাতের ছাত্র হিসাবে তত কিছু বুঝতাম না৷

শুধু শুনলাম দারুল উলূম দেওবন্দ থেকে ফারেগ অনেক যোগ্য একজন নতুন শিক্ষক নিয়োগের আলোচনা চলছে ৷ তার সবক জালালাইনে৷ আমরা নাহবেমীর জামাতের ছাত্ররা তত কিছু না বুঝলেও জালালাইনের সেই সবকের আওয়াজ স্পষ্ট শুনতাম৷ আর চমৎকার উপস্থাপনার ভঙ্গি তন্ময় হয়ে উপভোগ করতাম৷ কখনো কখনো এমন সাধও মনে জাগতো, আহা যদি এই উস্তাদের কাছে আমাদের দরস হতো!

কিন্তু আমাদের নিচের জামাতে এত বড় উস্তাদের সবক হবে না মনে করে হতাশ হতা ৷ আর অপেক্ষার প্রহর গুনতে থাকতাম, আমরা যখন উপরের জামাতে উঠব তখন হুজুরের কাছে পড়ব৷

এভাবেই হযরত নোমান সাহেব হুজুরের প্রতি ভিন্ন এক ভালো লাগার অনুভূতি মনে স্থান করে নিয়েছিল৷ হুজুরের পড়ানোর স্টাইল ভালো লাগত তখন থেকেই৷ এরপর তো এক সময় হুজুরের কাছে পড়ার স্বপ্ন পুরন হলো৷ নূরুল আনোয়ার, সুল্লামুল উলূম, শরহে আকাইদ আর সর্বশেষে তিরমিযী শরীফ ২য় খণ্ডের সবক পড়ার সৌভাগ্য হাসিল হলো আলহামদুলিল্লাহ৷

হুজুর লেখালেখি করতেন৷ নব্বইয়ের দশকের গোড়ার দিকে নতুন প্রজন্মের যে সকল আলেম লেখালেখির জন্য কলম হাতে তুলে নিয়েছিলেন, নোমান সাহেব ছিলেন তাদের অন্যতম৷ বাংলা ইসলামী সাহিত্যের কিংবদন্তি মাওলানা মহিউদ্দিন খান সাহেব এই নবীন প্রজন্মকে লেখালেখির পথ দেখাতেন৷ শিখিয়ে দিতেন লেখালেখির কৌশল৷ নোমান সাহেব ছিলেন সেই কাফেলার এক উজ্বল নক্ষত্র৷ বাংলা ভাষায় ইলমে দ্বীনের খেদমত করার অদম্য স্পৃহা নিয়ে তিনি যাত্রা শুরু করেছিলেন এ পথে৷

হুজুর আমাদেরকে স্বপ্নের কথা শোনাতেন, ওলামায়ে কেরাম যেন বাংলা লেখালেখিতে এমন এগিয়ে আসে যে, বাংলা কোনো বইয়ে হাত দিলেই যেন কোনো আলেমের লিখিত বই হাতে উঠে আসে৷ কোনো ছাত্র লিখতে চেষ্টা করলে হুজুর খুব উৎসাহ দিতেন৷ সহযোগিতা করতেন৷ নিজেও প্রচুর লিখতেন৷

এমন একটা সময় ছিল যে, মাদরাসার কোনো ছুটি মানেই নোমান সাহেব হুজুরের নতুন কোনো বই প্রকাশ হওয়া৷ একটা পর্যায়ে এসে হুজুর মাদরাসার পাঠ্যসূচির অন্তর্ভুক্ত কিতাব সমূহের ব্যখ্যাগ্রন্থ রচনা ও অনুবাদের কাজে হাত দেন৷ এই কাজে হুজুরের পারঙ্গমতা এতটাই বেশি ছিল যা এক কথায় বিস্ময়কর৷ আশ্চর্য দ্রুততার সাথে বিশেষত অনুবাদের কাজ করেছেন হুজুর৷ হুজুরের দক্ষতা এমন পর্যায়ে পৌছেছিল যে, উর্দূ-আরবী কিতাব হাতে নিয়ে অনর্গল অনুবাদ বলে যেতেন আর দ্রুতগতির কম্পোজার তা কম্পোজ করে দিত৷

ব্যস এরপর শুধু প্রুফ চেক করে দিলেই পাণ্ডুলিপি তৈরি হয়ে ছাপার উপযুক্ত হয়ে যেত৷ হুজুর দাওরা হাদীসের ছয় কিতাবেরও ব্যখ্যার কাজ করেছেন৷ এত দ্রুত এই কাজগুলো করেছেন, দেখে মনে হত হুজুরের কোনো তাড়া আছে৷ আসলেই তো তাড়া ছিল মালিকের দরবারে চলে যাওয়ার! কিন্তু আমরা তখন বুঝতে পারিনি৷

সড়ক দুর্ঘটনায় পা ভেঙ্গে হুজুরের চলার গতি কিছুটা শ্লথ হয়ে গিয়েছিল৷ অন্যথায় বেশ দ্রুতগতিতে চলতে অভ্যস্ত ছিলেন হুজুর ৷ হুজুরের সেই চলার ভঙ্গিমাও ছিল চমৎকার৷ আজও চোখে ভাসে, সাত মসজিদের পাশ দিয়ে বিদ্যুৎবেগে ছুটে চলছেন তিনি৷ হয়তো যাচ্ছেন কোথায় কিংবা ফিরছেন কোনো জরুরি কাজ সেরে৷

আরবী সাহিত্যে উচ্চাঙ্গের দক্ষ ছিলেন হুজুর৷ আমাদের জামিয়ায় কোনো বড় আলেম মেহমান বিদেশ থেকে তাশরীফ আনলে হুজুর তার জন্য মানপত্র রচনা করতেন৷ দেওবন্দের শাইখুল হাদীস হযরত সাঈদ আহমদ পালনপুরীর শুভাগমনে হুজুর যে মানপত্র উপস্থাপন করেছিলেন তার শব্দমালা এখনও যেন আমার কানে গুঞ্জরিত হয়৷

আব্বাজান হযরত শায়খুল হাদীস রহঃও হুজুরকে খুব ভালোবাসতেন৷ অনেক সময় নিজে কোনো মাহফিলে যেতে না পারলে স্থলাভিষিক্ত হিসাবে নোমান সাহেব হুজুরকে পাঠিয়ে দিতেন৷ হুজুরের আলোচনার ভঙ্গিও ছিল ব্যতিক্রম ও আকর্ষনীয়৷

বহুগুণের অধিকারী আমার প্রিয় উস্তাদে মুহতারাম হযরত নোমান সাহেব মাত্র ত্রিশ বছরের মত সময়ে এত অবদান রেখে গেছেন যা বিস্ময়কর৷ অবশেষে নানা জটিল রোগে আক্রান্ত হয়ে পড়লেন ৷ তখনও তিনি আপন গতিতে চালিয়ে গেছেন কাজ৷ একাধিক মাদরাসায় সিনিয়র মুহাদ্দিস বা শায়খুল হাদীস হিসাবে দরস দানের পাশাপাশি লিখে গেছেন বহু দরসী ও গায়রে দরসী গ্রন্থ৷

জীবনের শেষ সময়গুলো কেটেছে অসুস্থতার মাঝে৷ দীর্ঘ দীর্ঘ সময় হাসপাতালের বিছানায় শুয়ে শুয়ে থেকেছেন৷ জীবন সায়াহ্নে স্মৃতিও অনেকটা বিস্মৃত হয়ে গিয়েছিল৷ আমি ১৪ই অক্টোবর হজ্বসফর থেকে ফিরে দেখতে গিয়েছিলাম হুজুরকে৷ দুচারটি অপরিচিতের মত কথা হয়েছিল তখন৷ সেটাই ছিল হুজুরের সাথে আমার আখেরী সাক্ষাত৷

আজ আমি যখন মাহফিলের উদ্দেশ্যে ময়মনসিংহের পথে রওয়ানা হয়ে অনেক দূর পথ চলে এসেছি, মোবাইল ফোনে পেলাম হুজুরের মৃত্যুর শোকসংবাদ৷ রাত সাড়ে দশটায় সাত মসজিদে জানাযার এন্তেজাম, সেটাও জানলাম৷ কিন্তু এতদূর থেকে মাহফিল শেষ করে ফেরাও সম্ভব হলো না৷ অগত্যা ভগ্নহৃদয়ে মুক্তাগাছার মাহফিলে উপস্থিত শত শত ইসলামপ্রিয় আলেমদের মুহিব্বীন মানুষদেরকে নিয়ে সূরা ফাতেহা আর সূরা এখলাস তেলাওয়াত করে হাদিয়া পৌঁছে দিলাম৷ দোয়াও করলাম হুজুরের মাগফিরাত ও দরজাবুলন্দীর জন্য৷ কবূল কর মালিক ইয়া আরহামাররাহিমীন৷ আমীন৷

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ