আওয়ার ইসলাম: বিশ্ব এখন করোনা দুর্যোগে নাকাল। এই সময়ে বিশ্বের সব মানুষই ঘরবন্দী। আর ঘরবন্দী সময়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান তার দেশের মানুষদের বই পড়ার জন্য উৎসাহিত করলেন। শুধু তাই নয়, একটি বইয়ের নামও বাতলে দিলেন ইমরান। বইটি হচ্ছে ফিরাস আল খাতিবের লেখা ‘লস্ট ইসলামিক হিস্টোরি’।
ইমরান বলেন, ‘ফিরাস আল খাতিবের ‘ইসলামের হারানো ইতিহাস’ বইটি ইসলামি সভ্যতার চালিকা শক্তির সংক্ষিপ্ত ইতিহাস তুলে ধরেছে। এটি দুর্দান্ত একটি ইতিহাস গ্রন্থ।
বইটিতে তুলে ধরা হয়েছে ইসলামি সভ্যতাকে যেভাবে সময়ের শ্রেষ্ঠতম সভ্যতা করে গড়ে তোলা হয়েছে। শুধু তাই নয়, ইসলামি সভ্যতার পতনের কারণগুলোও বলা হয়েছে বইটিতে।’
তিনি আরও বলেন, ‘এই লকডাউনের সময়ে তরুণদের পড়ার জন্য এটি একটি দুর্দান্ত বই হবে।
-এটি