মুহাম্মদ যুবায়ের।।
প্রত্যেক বছর মসজিদে হারামের আঙ্গিনায় উমরাকারী ও দর্শনার্থীদের বিরাট একটি অংশ রমজানে ইফতারের জন্য একত্রিত হয়, একটি সুন্দর আধ্যাত্নিক পরিবেশ সৃষ্টি হয়, এই রমজানে কয়েকশ মিটার দস্তরখানটি খালি পড়ে আছে, যা কিনা বিভিন্ন প্রকারের খেজুর,জমজম পানি ও বিভিন্ন ধরণের প্যাকেটে ভর্তি থাকত, করোনা ভাইরাসের জন্য সতর্কতামূলক হারামাইনের প্রেসিডেন্ট এই বছর ইফতারীর ব্যবস্থা করেননি৷
এ বছর ইফতারের এ মেহমানদারী ভিন্ন এক রূপ নিয়েছে। মক্কার উপযুক্ত ব্যাক্তিদের মধ্যে বিতরণ করা হচ্ছে ইফতারের বিশেষ হাদিয়ে। এ ব্যবস্থাটি সরকারের সমর্থনে হারামাইনের প্রধান শায়েখ আব্দুর রহমান আস সুদাইস চালু করেছেন৷
প্রকল্পটি মক্কা সচিবালয়ের বিরে মক্কা ও মদিনার খাইরুল মদিনার সাথে মিলে বিতরণ করা হবে৷
হারামাইনের প্রেসিডেন্ট অতিতে বেশ কয়েকটি প্রকল্প চালু করে সামাজিক ও মানবিক ভূমিকা পালন করেছেন, যেগুলোর উদ্দেশ্য হল, ওই দেশের নাগরিক ও বহিরাগতদের সুরক্ষা, শান্তি নিশ্চিত করা৷ হারামাইন শরিফাইনের আগত মেহমানদের যথাযথ সম্মান করা। মেহমানদারী করা।
আল আরাবিয়া থেকে মুহাম্মদ যুবায়েরের অনুবাদ
ওআই/আবদুল্লাহ তামিম