জগলুল হায়দার
এই যে রোজা উপাস থেকে রাখছি যারা পুরাই
আসেন তারা হাদিস থেকে মুক্তা কিছু কুড়াই।
রোজা মানে নয় তো কেবল খাওয়াদাওয়ার ছুটি
রোজার ছোঁয়ায় আসেন খানিক মানুষ হয়ে উঠি।
মানুষ হলে চর্চা ছাড়ি, হারাম এটা জানাই
রোজা কি আর হবে যদি নিত্য গিবত বানাই।
হিংসাটাকে বুকে যদি থরে থরে সাজাই
তয় হবে না রোজা যতোই, রোজার ঢোলই বাজাই।
প্রতিবেশী ভুখা রেখে পেটটা যদি ভরাই
ভেসে যাবে তখন কিন্তু রোজার সকল বড়াই।
কিম্বা যদি অশ্লীলতার গালিগালাজ চালাই
রোজা থেকেও রোজা তখন করবে পালাই পালাই।
চোখের রোজা মুখের রোজা কানের রোজাও হারাই
তাইলে রোজা হারিয়ে যাবে খানাপিনা ছাড়াই।
ভুল মুনাফার জন্যে খালি চাইলে বেশি টাকাই
লাভ হবে না কিতাব খুলে আসেন এবার তাকাই।
তাই রোজাকে করতে রোজা সজাগ থাকি সবাই
নিজের ভুলে উপাস থেকেও না হোক রোজা জবাই।
রোজা যদি হয়রে রোজা মাফ হবে সব গুনাই
এই রোজাতে নবীর বাণী ফের বিনয়ে শুনাই।
ওআই/আবদুল্লাহ তামিম