সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
বৃষ্টির সময় কাবা প্রাঙ্গণে নামাজ আদায় ওমরা পালনকারীদের নিউ বসুন্ধরা রিয়েল এস্টেট গ্রাহকদের মূলধন ফেরত পাওয়ার দাবিতে সংবাদ সম্মেলন মাওলানা আতহার আলীকে বাদ দিয়ে জাতীয় ইতিহাস রচিত হতে পারে না: ধর্ম উপদেষ্টা জরুরি সভা ডাকল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কক্সবাজারে উৎসবমুখর পরিবেশে রোপা আমন ধান কাটা শুরু চাঁদপুর হিফজুল কুরআন প্রতিযোগিতায় জামিয়া ইসলামিয়া দারুস সুন্নাহর সাফল্য বগুড়ায় আন্দোলনে নিহত রিপনের মরদেহ কবর থেকে উত্তোলন কুমিল্লায় আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত ফেনী সদর উপজেলায় জামায়াতের রুকন সম্মেলন শিক্ষার্থীদের সংঘর্ষ: ইন্ধনদাতাদের সতর্ক করলেন প্রেস সচিব

পৃথিবীর ইতিহাসে রমজানে ঘটে যাওয়া ঐতিহাসিক কিছু ঘটনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বেলায়েত হুসাইন ।।

পবিত্র রমজান মুসলমানদের নিকট অন্যান্য মাসের তুলনায় অধিক গুরুত্বপূর্ণ। ইসলামের বহু নিদর্শনের সাক্ষী হিজরি ক্যালেন্ডারের নবম এই মাস। তাছাড়া, ইসলামের পূর্ব যুগেও রমজানের সঙ্গে সম্পর্কীয় একাধিক ঐশী ঘটনার জন্ম হয়েছে। ইতিহাসের এমনই কিছু স্মরণীয় মুহূর্ত নিয়ে আজকের আয়োজন।

প্রখ্যাত ঐতিহাসিক আল্লামা ইবনে কাসির (১৩০১-১৩৭৩) তার অমর গ্রন্থ আল বিদায়া ওয়ান নিহায়াতে লিখেছেন, প্রসিদ্ধ চার আসমানী কিতাব পবিত্র রমজানে অবতীর্ণ হয়েছে।

এক, পবিত্র তাওরাত গ্রন্থ নাজিল হয়েছে হজরত মুসা আলাইহিস সালামের ওপর। দুই, এর ৪৮২ বছর পরে হজরত দাউদ আলাইহিস সালামের ওপর নাজিল হয়েছে পবিত্র গ্রন্থ জাবুর।

তিন, রমজানেই মহান আল্লাহ তার প্রিয় বান্দা ও নবী হজরত ঈসা আলাইহিস সালামের ওপর নাজিল করেছেন পবিত্র ইনজিল গ্রন্থ।

চার, এবং সবশেষ আসমানী কিতাব মহাগ্রন্থ আল কুরআনও আখেরি নবী হজরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ওপর অবতীর্ণ হওয়া শুরু হয়েছে এই রমজানে। এছাড়াও, পবিত্র রমজানে সংঘটিত হয়েছে ঐতিহাসিক কিছু গাজওয়া ও যুদ্ধ।

এক, মুসলমানদের প্রথম সামরিক যুদ্ধ বদর হিজরি দ্বিতীয় বর্ষের ১৭ রমজান সংঘটিত হয়। এতে মদিনার মুসলমানরা মক্কার কাফেরদের বিপক্ষে ঐতিহাসিক এক বিজয় লাভ করে।

দুই, মঙ্গোলদের বিরুদ্ধে মামলুক মুসলমানদের ঐতিহাসিক এক যুদ্ধ হল আইনে জালুত। ১২৬০ ঈসায়ী সালের ৩ সেপ্টেম্বর দক্ষিণপূর্ব গ্যালিলিতে জাজরিল উপত্যকার আইন জালুতে এই যুদ্ধ সংঘটিত হয়। এতে মামলুকদের বিজয় হয়। হিজরি ক্যালেন্ডারে মাসটি ছিল পবিত্র রমজান।

তিন, অষ্টাদশ শতাব্দীর শুরুর দিকে মুসলিম সেনাপতি তারিক বিন জিয়াদের নেতৃত্বে রমজান মাসে আন্দালুসিয়া (স্পেন) বিজয় হয়। ৭১১ খ্রিষ্টাব্দের ৩০ এপ্রিল ‘ওয়াদি লাস্কের’ নামক স্থানে ভিসিগথ বাহিনীর সাথে যুদ্ধে মুসলিম বাহিনী বিজয় লাভ করে। চার, হিজরি দশম বর্ষে ইয়ামেনে ইসলাম প্রবেশ করে। সূত্র: আল খালিজ

ওআই/আবদুল্লাহ তামিম


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ