আওয়ার ইসলাম: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনি মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ক্যাপ্টেন (বরখাস্ত) আবদুল মাজেদের প্রাণভিক্ষার আবেদন খারিজ করে দিয়েছেন রাষ্ট্রপতি মুহাম্মদ আবদুল হামিদ। গতকাল বুধবার বিকেলে মাজেদ রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার এ আবেদন করেন।
বঙ্গভবন সূত্রে জানা গেছে, বুধবার মৃত্যুর পরোয়ানা হাতে পেয়ে তা পড়ে শোনানো হয় আব্দুল মাজেদকে। এরপর তিনি রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন করেন। কারা কর্তৃপক্ষের মাধ্যমে সেই আবেদন স্বরাষ্ট্রমন্ত্রণালয় বঙ্গভবনে পৌঁছায়। এরপর তা খারিজ করে দেন রাষ্ট্রপতি।
এদিকে, রাষ্ট্রপতি প্রাণভিক্ষার আবেদন খারিজ করায় আব্দুল মাজেদের দণ্ড কার্যকরে আর কোনো বাঁধা থাকছে না।
গত সোমবার দিবাগত রাত সাড়ে ৩টায় মিরপুর ১১ নম্বর থেকে আব্দুল মাজেদকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর মঙ্গলবার আদালতে হাজির করলে ঢাকা মুখ্য মহানগর হাকিম জুলফিকার হায়াৎ তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
আবদুল মাজেদ বিদেশে পলাতক বঙ্গবন্ধু হত্যার ছয় আসামির একজন। বাকি পাঁচ জনের মধ্যে রাশেদ চৌধুরী আমেরিকায় ও নূর চৌধুরী কানাডায় অবস্থায় করছেন বলে জানা গেছে। এ ছাড়া শরিফুল হক ডালিম, কর্নেল রশীদ, মুসলেহউদ্দীন রিসালদার বিভিন্ন দেশে পলাতক আছেন।
-এএ