আওয়ার ইসলাম: প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে চট্টগ্রাম সিটি করোপোরেশনের (চসিক) নির্বাচন স্থগিত করা হয়েছে। শনিবার (২১ মার্চ) দুপুরে নির্বাচন কমিশন সূত্রে এ তথ্য জানা যায়।
এর আগে বেলা ১১টার দিকে করোনা পরিস্থিতিতে আগামী ২৯ মার্চ চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচন, বগুড়া-১ ও যশোর-৬ উপনির্বাচনের ভোট হবে কি-না, সে বিষয়ে সিদ্ধান্ত নিতে বৈঠকে বসে নির্বাচন কমিশন (ইসি)।
করোনা পরিস্থিতিতে নির্বাচন নিয়ে এরই মধ্যে ব্যাপক সমালোচনার মুখে পড়েছে নির্বাচন কমিশন (ইসি)। স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণে করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি রয়েছে।
নির্বাচন কমিশনও স্বীকার করছে বর্তমান পরিস্থিতিতে ভোটাররা ভোটকেন্দ্রে আসবে কি-না সন্দেহ রয়েছে। তার পরও কমিশন আজ শনিবার ঢাকা-১০ আসনসহ দেশের তিনটি সংসদীয় আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ করছে। এরইমধ্যে চসিক নির্বাচন পেছানোর দাবি জানিয়েছে বিএনপি।
আরএম/