মুফতি ফয়জুল্লাহ ।।
সবদিকে অমানিশার অন্ধকার। প্রভাত ফেরাতে জেগে উঠা দরকার। এই বিপদ,পরিক্ষা ও দুর্দশা এবং বিপর্যয় মোকাবেলা করা অসম্ভব। কুদরতি ফায়সালা মোকাবেলা করা যায় না। মুক্তির উপায় বের করতে হবে।
সর্বোচ্চ সতর্কতার সাথে সাথে মনের মত জীবনযাপনের দুশ্চিন্তা পরিত্যাগ করতে হবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা অনুযায়ী জীবনযাপনের চেষ্টা করতে হবে। তাওবা,ইসতেগফার, কান্নাকাটির বাড়িয়ে দিতে হবে।
পরিমিতিবোধ ও সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেয়ার এবং মানার মতো প্রজ্ঞাবান হতে হবে। সবজান্তা ফেসবুকীয় দার্শনিকদের অতি আবেগী কথায় পাগলামী করা উচিৎ হবে না।
জানতে হবে, কী নিয়ে অহংকার ও গৌরব করা যায় আর কী নিয়ে আত্মঅহংকারে ভোগা লজ্জা ও গ্লানির। আল্লাহই তাওফিক দাতা।
-(লেখকের ফেসবুক থেকে নেওয়া)
আরএম/