আওয়ার ইসলাম: দেশের করোনাভাইরাস পরিস্থিতি বিবেচনা করে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচন স্থগিতের দাবি জানিয়েছেন বিএনপি নেতারা।
শুক্রবার (২০ মার্চ) সকালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী তার নিজ বাসায় এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান।
এছাড়া নির্বাচন স্থগিতের দাবি জানিয়ে দলের ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমানের নেতৃত্বে প্রতিনিধিদল রিটানিং অফিসারের কাছে লিখিত চিঠিও দিয়েছেন।
এই মুহূর্তে নির্বাচন স্থগিত করা উচিত— এমন মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘অন্যথায় জনগণকে মহাবিপর্যয়ে ঠেলে দেয়া হবে।’
তিনি নির্বাচন কমিশনের কাছে প্রশ্ন রেখে বলেন, ‘কোটি কোটি মানুষের জীবনের ঝুঁকি নিয়ে নির্বাচনের অর্থ কী?’
আমীর খসরু বলেন, ‘এখনই নির্বাচন বন্ধ করে জনগণকে নিরাপদ অবস্থানে ফিরে যাওয়ার ব্যবস্থা করা হোক। জনগণ দরজা বন্ধ করে দিচ্ছে, মানুষের কাছে এ অবস্থায় নির্বাচন প্রধান বিষয় নয়। নির্বাচন স্থগিত করা হোক। তা না হলে আমরা এ নির্বাচনে অংশগ্রহণ করব কি-না, সে প্রশ্ন চলে আসবে। কারণ সাধারণ মানুষের অধিকার আদায়ের জন্য আমরা নির্বাচন করছি। আমাদের রাজনীতি মানুষের জন্য।’
আগামী ২৯ মার্চ চট্টগ্রাম সিটি নির্বাচন হওয়ার কথা রয়েছে।
আরএম/