মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
সৌদির সেবা কোম্পানির সঙ্গে হজ এজেন্সির চুক্তির নির্দেশনা মহেশখালী থানার বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ১১ জন আসামি গ্রেফতার বৃষ্টির সময় কাবা প্রাঙ্গণে নামাজ আদায় ওমরা পালনকারীদের নিউ বসুন্ধরা রিয়েল এস্টেট গ্রাহকদের মূলধন ফেরত পাওয়ার দাবিতে সংবাদ সম্মেলন মাওলানা আতহার আলীকে বাদ দিয়ে জাতীয় ইতিহাস রচিত হতে পারে না: ধর্ম উপদেষ্টা জরুরি সভা ডাকল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কক্সবাজারে উৎসবমুখর পরিবেশে রোপা আমন ধান কাটা শুরু চাঁদপুর হিফজুল কুরআন প্রতিযোগিতায় জামিয়া ইসলামিয়া দারুস সুন্নাহর সাফল্য বগুড়ায় আন্দোলনে নিহত রিপনের মরদেহ কবর থেকে উত্তোলন কুমিল্লায় আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত

করোনা মোকাবেলায় স্বাস্থ্য অধিদপ্তরকে ৫০ কোটি টাকা বরাদ্দ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা ভাইরাস মোকাবেলায় ৫০ কোটি টাকা বরাদ্দ দিয়েছে সরকার। অর্থ মন্ত্রণালয় থেকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুকূলে এ অর্থ বরাদ্দ দেয়া হয়েছে।

গতকাল বুধবার ৫০ কোটি টাকা বরাদ্দ দিয়ে স্বাস্থ্যসেবা বিভাগকে চিঠি পাঠিয়েছে অর্থ মন্ত্রণালয়।

এর আগে দেশে করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্তদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে জরুরি ভিত্তিতে ১০০ কোটি টাকা বরাদ্দ চায় স্বাস্থ্য মন্ত্রণালয়।

স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সহকারী সচিব সুশীল কুমার পালের স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, করোনা আক্রান্তদের নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখতে সিসিইউ, আইসিইউ, আইসোলেশন ওয়ার্ড চালু, কোয়ারেন্টাইন এবং করোনা ভাইরাস পরীক্ষার জন্য কিট ও যন্ত্রপাতি কিনতে এই পরিমাণ অর্থের প্রয়োজন। এই প্রস্তাবের পর স্বাস্থ্যসেবা বিভাগকে ৫০ কোটি টাকা বরাদ্দ হয়েছে।

অর্থ বিভাগের উপসচিব মোহাম্মদ আবু ইউছুফ স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, স্বাস্থ্যসেবা বিভাগের দেওয়া প্রস্তাবের প্রেক্ষিতে করোনা ভাইরাস প্রতিরাধে ও আক্রান্ত রোগীর চিকিৎসার জন্য অর্থ বিভাগের অপ্রত্যাশিত ব্যয় ব্যবস্থাপনা খাত থেকে চলতি ২০১৯-২০২০ অর্থবছরের সংশোধিত বাজেটে স্বাস্থ্যসেবা বিভাগের অনুকূলে সচিবালয় অংশে ‘সাধারণ থেকে বরাদ্দ’ খাতে ৫০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হলো।

বরাদ্দকৃত ৫০ কোটি টাকার মধ্যে ৪৫ কোটি ৫১ লাখ ৭৫ হাজার টাকা চিকিৎসা ও শল্য চিকিৎসা সরঞ্জামাদি সরবরাহ, এক কোটি ৯৮ লাখ ২৫ হাজার টাকা জনসচেতনতামূলক কাজে এবং দুই কোটি ৫০ হাজার টাকা কেমিক্যাল-রি-এজেন্ট খাতে খরচ করা হবে।

তবে এই অর্থ ব্যয়ে শর্ত দেয়া হয়েছে যে, অর্থ ব্যয়ের ১০ দিনের মধ্যে কোন কোন খাতে খরচ হয়েছে, তার বিস্তারিত তথ্য অর্থ বিভাগকে জানাতে হবে। এ অর্থ প্রস্তাবিত খাত (করোনা ভাইরাস) ছাড়া অন্য কোনো খাতে খরচ করা যাবে না।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ