আওয়ার ইসলাম: ইসলামি ভাবধারার লেখকদের জাতীয় সংগঠন ‘বাংলাদেশ ইসলামী লেখক ফোরাম’ এবারও দিনব্যাপী সাহিত্য ও আনন্দ ভ্রমণের আয়োজন করেছে।
আজ বৃহস্পতিবার সকাল ৮টায় গাজীপুরের নুহাশ পল্লীর উদ্দেশে রওয়ানা দেন। জনপ্রিয় লেখক হুমায়ুন আহমেদ প্রতিষ্ঠিত নুহাশ পল্লীর মনোরম পরিবেশে লেখকরা সারাদিন কাটাবেন।
সাহিত্য ও আনন্দ প্রতিযোগিতার অংশ হিসেবে থাকবে- উপস্থিত ছড়া লেখা, হাসিভরা ধাঁধা, সাধারণ জ্ঞান, ইসলামি সঙ্গীত, লেখক যখন গায়ক, যেমন খুশি তেমন বলা, রম্য বিতর্ক, চেয়ার খেলা, বিস্কুট দৌড় এবং শরীর চর্চামূলক অন্যান্য আনন্দ খেলা। ফুটবল-ক্রিকেট তো থাকছেই। প্রতি পর্বে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে। এছাড়া ভ্রমণে অংশ নেওয়া প্রত্যেকের জন্যই থাকবে আকর্ষণীয় উপহার সামগ্রী।
আনন্দ ভ্রমণে উল্লেখযোগ্যদের মধ্যে অংশগ্রহণ করেছেন- লেখক, অনুবাদক ও মুহাদ্দিস মাওলানা মুহাম্মদ যাইনুল আবিদীন, নজরুল গবেষক কবি মহিউদদ্দিন আকবর, অন্যরকম গ্রুপের চেয়ারম্যান মাহমুদুল হাসান সোহাগ, বিদগ্ধ লেখক আইয়ুব বিন মঈন ও ‘বাংলাদেশ ইসলামী লেখক ফোরাম’র সদস্যরা।
-এএ