আওয়ার ইসলাম: কেনিয়ার সবচেয়ে বেশি দিনের শাসক ডেনিয়েল আরাপ মোই ৯৫ বছর বয়সে মারা গেছেন। বর্তমান প্রেসিডেন্ট উহুরু কেনিয়াত্তা তার মৃত্যু ঘোষণা করে বলেন, ‘জাতি একজন মহান ব্যক্তিকে হারালো’।
জানা যায়, মোই ২৪ বছর কেনিয়ার প্রেসিডেন্ট ছিলেন। তীব্র আন্দোলনের মুখে ২০০২ সালে তিনি ক্ষমতা ছাড়েন। তার সমালোচকরা তাকে একজন স্বৈরশাসক হিসেবে দেখেন। বিরোধীরা তাকে ব্যাপক দুর্নীতির জন্য দায়ী করলেও তার মিত্ররা দেশটিতে দীর্ঘদিনের স্থিতিশীলতার কৃতিত্ব তাকে দিয়ে থাকেন।
২০০৪ সালে মোই তার ‘কৃতকর্মের’ জন্য ক্ষমা চান। তিনি ১৯৭৮ সাল থেকে ১৯৯১ সাল পর্যন্ত দেশে একদলীয় শাসন চালান। পরে বিক্ষোভ ও পশ্চিমা শক্তিগুলোর চাপে বহুদলীয় ব্যবস্থা চালু করতে বাধ্য হন।
তিনি পরপর দুটি নির্বাচনে জয়লাভ করেন। কিন্তু এ নির্বাচনগুলো হয়েছিল ব্যাপক অনিয়মের মাধ্যমে। সাংবিধানিকভাবে তৃতীয়বার প্রেসিডেন্ট হওয়ার সুযোগ না থাকায় তিনি ২০০২ সালে কেনিয়ার তৃতীয় প্রেসিডেন্ট মাউয়াই কিবাকির কাছে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরে সম্মত হন।
মানবাধিকার লঙ্ঘনের দায়েও তাকে অভিযুক্ত করা হয়। মোই ছিলেন কেনিয়ার প্রথম প্রেসিডেন্ট জোমো কেনিয়াত্তার চেয়ে অধিক জনপ্রিয় একজন রাজনীতিবিদ। তবে তার শাসনামলে ছিল অর্থনৈতিক স্থবিরতা ও ছিল দুর্নীতির অভিযোগ। সূত্র: বিবিসি
-এটি