মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
সৌদির সেবা কোম্পানির সঙ্গে হজ এজেন্সির চুক্তির নির্দেশনা মহেশখালী থানার বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ১১ জন আসামি গ্রেফতার বৃষ্টির সময় কাবা প্রাঙ্গণে নামাজ আদায় ওমরা পালনকারীদের নিউ বসুন্ধরা রিয়েল এস্টেট গ্রাহকদের মূলধন ফেরত পাওয়ার দাবিতে সংবাদ সম্মেলন মাওলানা আতহার আলীকে বাদ দিয়ে জাতীয় ইতিহাস রচিত হতে পারে না: ধর্ম উপদেষ্টা জরুরি সভা ডাকল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কক্সবাজারে উৎসবমুখর পরিবেশে রোপা আমন ধান কাটা শুরু চাঁদপুর হিফজুল কুরআন প্রতিযোগিতায় জামিয়া ইসলামিয়া দারুস সুন্নাহর সাফল্য বগুড়ায় আন্দোলনে নিহত রিপনের মরদেহ কবর থেকে উত্তোলন কুমিল্লায় আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত

ইসলাম নিয়ে কটূক্তি করা স্ট্যাটাস শেয়ার করে শিক্ষক আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ইসলাম ধর্মকে কটূক্তি করা ফেসবুক স্ট্যাটাসকে শেয়ার করার অভিযোগে এক শিক্ষককে আটক করেছে পুলিশ।

ওই শিক্ষকের নাম সুবীর দাস। তিনি আশুগঞ্জ উপজেলার লালপুর ইউনিয়নের চরলারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে কর্মরত।

ধর্মীয় অনুভূতিতে আঘাত ও উসকানি দেয়ার অভিযোগে সুবীর দাসকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাবেদ মাহমুদ।

তিনি বলেন, ‘ফেসবুকে সুবীর দাসের শেয়ার করা একটি স্ট্যাটাস সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করছিল। তার সেই স্ট্যাটাসের জেরে লালপুরে উত্তেজনা বিরাজ করছে। এর পর স্থানীয়দের অভিযোগ ও ঘটনার সত্যতা নিশ্চিতের পর সুবীর দাসকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।’

তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এ বিষয়ে মামলার প্রক্রিয়া চলছে বলে জানান ওসি জাবেদ মাহমুদ।

তিনি বলেন, ‘সুবীর যেই স্ট্যাটাসটি শেয়ার করেছিল সেখানে ইসলাম ধর্মকে কটূক্তি করা হয়েছে।’

সুবীরকে আটকের পর লালপুরের বর্তমানে পরিস্থিতি শান্ত জানিয়ে জাবেদ মাহমুদ বলেন, ‘এ ঘটনায় আমরা সজাগ রয়েছি। আইনশৃংখলা পরিস্থিতির যেন অবনতি না হয় সেজন্য লালপুরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’

লালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.আবুল খায়ের বলেন, ‘ইসলাম ধর্মকে কটুক্তির জেরে ওই শিক্ষককে থানায় নিয়ে গেছে পুলিশ। বিষয়টি নিয়ে এলাকা উত্তেজনা বিরাজ করলেও এখন পরিস্থিতি শান্ত। তবে কেউ যেন ঘোলা পানিতে মাছ শিকার করতে না পারে, সে জন্য সব মহলকে সচেতন থাকতে আহ্বান জানাই।’

বিষয়টি এখন আইনশৃঙ্খলা বাহিনী দেখবে জানিয়ে তিনি বলেন, ‘এ নিয়ে গুজব ছড়িয়ে কেউ শান্তি বিনষ্ট করার অপচেষ্টা করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।’

এ বিষয়ে আটক সুবীর দাসের বক্তব্য নেয়া যায়নি।

আরএম/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ