মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫ ।। ৯ বৈশাখ ১৪৩২ ।। ২৪ শাওয়াল ১৪৪৬


অনুমতি না পাওয়ায় টেকনাফে আজহারীর মাহফিল স্থগিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের উলুবনিয়ায় অনুষ্ঠিতব্য মাওলানা মিজানুর রহমান আজহারীর মাহফিলের অনুমতি দেয়নি প্রশাসন।

এলাকার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের খোলা মাঠে রাস্তার মাথায় আগামী রোববার ২ ফেব্রুয়ারী মাহফিলটি অনুষ্ঠিত হওয়ার কতা চিল।

গত ৩০ জানুয়ারি কক্সবাজারে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা বিশেষ শাখার পুলিশ সুপারের বরাত দিয়ে বর্ণিত তাফসিরুল কুরআন মাহফিলের আয়োজনের জন্য প্রদত্ত অনুমতি পত্রের মোট ২২ টি শর্তের মধ্যে ১ নাম্বার শর্তে মাওলানা মিজানুর রহমান আল আজহারী ব্যতীত মাহফিল করতে হবে বলে জানিয়ে দেওয়া হয়েছে।

তরুণ মুসলিম সমাজ কল্যাণ সংসদের পক্ষে তাফসিরুল কোরআন মাহফিলের অনুমতি চেয়ে আবদেনকারী আবদুল্লাহ আল ফারুককে পুলিশ সুপার বিশেষ শাখার বরাত দিয়ে তা জানিয়ে দেওয়া হয়েছে।

এ অবস্থায় তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজক সংস্থা তরুণ মুসলিম সমাজ কল্যাণ সংসদ তাদের মাহফিল আর করছে না বলে অধ্যাপক জহির আহমদ জানিয়েছেন।

আরএম/


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ