আওয়ার ইসলাম: আফ্রিকার দ্য গ্রেট মস্ক অব আলজিয়ার্স বা জামা আল জাজেইর নামের এই মসজিদটি নির্মাণে ব্যয় হয়েছে ১০০ কোটি ডলারের বেশি। চার লাখ স্কয়ার মিটার এলাকার ওপর নির্মিত মসজিদটিতে একটি ২৬৫ মিটার (৮৭০ ফুট) মিনার রয়েছে। ওই মিনারের ভেতর একটি পর্যবেক্ষণ ডেকও রয়েছে।
আলজিয়ার্স উপকূলের কাছে অবস্থিত যৌগিক গম্বুজ বিশিষ্ট এই মসজিদে একসাথে ১২ লাখ মুসল্লি নামাজ আদায় করতে পারবেন।
এছাড়া মসজিদে যে ভূগর্ভস্থ পার্কিং রয়েছে সেখানে সাত হাজার গাড়ি রাখার ব্যবস্থা আছে। মসজিদ কমপ্লেক্সে কুরআনিক স্কুল, লাইব্রেরি, রেস্টুরেন্ট, অ্যাম্ফিথিয়েটার এবং আলজেরিয়ার ইতিহাসের জন্য নিবেদিত একটি গবেষণা কেন্দ্র রয়েছে।
আয়তনের হিসেবে এই মসজিদটি এখন বিশ্বের তৃতীয় বৃহত্তম। বিশ্বে আয়তনের দিক দিয়ে বৃহত্তম মসজিদ হচ্ছে মক্কার পবিত্র মসজিদ ‘বায়তুল্লাহ এবং মদিনার ‘মসজিদে নববী’।
এই দুটি মসজিদই মুসলিমদের পবিত্রতম স্থান এবং প্রতিবছর লাখ লাখ মুসল্লি হজের সময় এই মসজিদে ইবাদত করেন। এদিকে দ্য গ্রেট মস্ক অব আলজিয়ার্স মসজিদের মিনারটি আফ্রিকার সবচেয়ে উঁচু। আগে আফ্রিকার সবচেয়ে উঁচু মিনার ছিল মরক্কোর কাসাব্লাঙ্কার হাসান দ্বিতীয় মসজিদের।
ওই মসজিদের মিনারের উচ্চতা ৬৭০ ফুট। অন্যদিকে গত বছরের শেষের দিকে মসজিদটি উদ্বোধন হওয়ার কথা ছিল। কিন্তু বিশ্বব্যাপী তেলের দাম কমে যাওয়ায় মসজিদটির বাজেট সঙ্কট দেখা দেয়। ফলে এর নির্মাণ বিলম্বিত হয়।
প্রসঙ্গত, আলজিয়ার্সের মসজিদটি নির্মাণ করেছে চায়না স্টেট কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং করপোরেশন (সিএসসিইসি)। চীনের বহুজাতিক এই প্রতিষ্ঠানটি আফ্রিকা ও বিশ্বব্যাপী ভারী শিল্প ও অবকাঠামো নির্মাণে কাজ করে।
-এটি