সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
সৌদির সেবা কোম্পানির সঙ্গে হজ এজেন্সির চুক্তির নির্দেশনা মহেশখালী থানার বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ১১ জন আসামি গ্রেফতার বৃষ্টির সময় কাবা প্রাঙ্গণে নামাজ আদায় ওমরা পালনকারীদের নিউ বসুন্ধরা রিয়েল এস্টেট গ্রাহকদের মূলধন ফেরত পাওয়ার দাবিতে সংবাদ সম্মেলন মাওলানা আতহার আলীকে বাদ দিয়ে জাতীয় ইতিহাস রচিত হতে পারে না: ধর্ম উপদেষ্টা জরুরি সভা ডাকল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কক্সবাজারে উৎসবমুখর পরিবেশে রোপা আমন ধান কাটা শুরু চাঁদপুর হিফজুল কুরআন প্রতিযোগিতায় জামিয়া ইসলামিয়া দারুস সুন্নাহর সাফল্য বগুড়ায় আন্দোলনে নিহত রিপনের মরদেহ কবর থেকে উত্তোলন কুমিল্লায় আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত

ভারতের স্কুলে বাবরি মসজিদ ভাঙ্গার দৃশ্য মঞ্চায়িত, সমালোচনার ঝড়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের একটি বিদ্যালয়ে শিক্ষার্থীদের দিয়ে মঞ্চায়িত করা হলো বাবরি মসজিদ ভাঙ্গার দৃশ্য।

১৯৯২ সালে হিন্দু উগ্রবাদীরা এ মসজিদ ভেঙ্গে দেয়। স্কুল শিক্ষার্থীদেরকে দিয়ে সেই দৃশ্য মঞ্চায়িত করার ঘটনা ভারতের সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় উঠেছে।

কিন্তু স্কুল কর্তৃপক্ষ তাদের অবস্থানে অটল। বিবিসির খবরে বলা হয়, বাবরি মসজিদের একটি বিশাল বড় পোস্টার টাঙানো হয়।

এরপর শিক্ষার্থীরা মসজিদ ভাঙার মতো করে সেই পোস্টার ছিড়ে ফেলতে থাকে। আর চলতে থাকে উল্লাস। ওই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

এ নিয়ে আলোচনার প্রেক্ষিতে স্কুলটির কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হলে, তারা বলেন, বাবরি মসজিদ ভাঙার মধ্য দিয়ে শিক্ষার্থীদের মধ্যে ‘গৌরব’ সঞ্চার করার উদ্দেশ্য ছিল তাদের।

ওই অনুষ্ঠানে একজন কেন্দ্রীয় মন্ত্রী ও সহ-গভর্নরও উপস্থিত ছিলেন। স্কুলের ম্যানেজিং ট্রাস্টি কালাদকা প্রভাকর এ বিষয়ে বলেন, ‘এই স্থাপনা ভাঙ্গা একটি ঐতিহাসিক ঘটনা।’

গত রোববার শ্রী রাম ভিদ্যাকেন্দ্র উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া ও সাংস্কৃতিক উৎসবে ওই মঞ্চায়ন ঘটে। এতে উপস্থিত ছিলেন শাসক দল বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী সাদানন্দ গোডা ও লেফটেন্যান্ট গভর্নর কিরন বেদি। এ ঘটনায় স্কুলের ৫ কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ গ্রহণ করেছে পুলিশ।

ঘটনার ভিডিওতে দেখা যায়, শিক্ষার্থীরা যখন বাবরি ভাঙ্গার দৃশ্যের প্রতীকী মঞ্চায়ন করছিল, তখন এক বক্তা সোৎসাহে বর্ণনা দিচ্ছিলেন। তাকে বলতে শোনা যায়, ‘হাতের কাছে যা আছে তা নিয়েই তারা মসজিদ ভাঙতে শুরু করেছে।’

শিক্ষার্থীরা যখন মসজিদের ছবি সম্বলিত পোস্টারটি টেনে হিচড়ে ছিড়ে ফেলছে, তখন তাদের উল্লাসের শব্দও শোনা যাচ্ছিল।

প্রভাকর ভাট অবশ্য বলেন, প্রতি বছরই একটি বড় ঘটনা মঞ্চায়িত হয় এই স্কুলে। গত বছর ভারতের চন্দ্র যাত্রার দৃশ্য চিত্রায়িত হয় এখানে। তিনি বলেন, ‘এখানে মুসলিমদের বিরুদ্ধে কিছু বলা হয়নি। এটা নিয়ে কোনো কথা বলারই প্রয়োজন নেই। এখানে শুধু ভাঙার দৃশ্য দেখানো হয়েছে।’

প্রভাকর ভাট আবার হিন্দু জাতীয়তাবাদী রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস)-এর সদস্য। তিনি কর্ণাটক রাজ্যের ওই উপকূলীয় জেলায় বেশ প্রভাবশালী নেতা। ওই জেলা এমনিতেই হিন্দু জাতীয়তাবাদীদের শক্ত ঘাঁটি।

তিনি বলেন, এই দৃশ্য পুনঃমঞ্চায়নের কারণে শিশুরা শিখবে দেশের জন্য কীভাবে বাঁচতে হয়। এতে করে তারা দেখবে যে, দেশের জন্য যা অবমাননাকর তাকে সরিয়ে দিতে হয়। এখানে মুসলিমদের বিরুদ্ধে কিছু নেই।

তবে অনেক সমালোচক বলছেন ভিন্ন কথা। সমাজবিদ ও পর্যবেক্ষক শিব বিশ্বনাথান একে ‘অশ্লীল’ হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেন, ‘শিশুদের যেই শুদ্ধতা, সেখানে এটি আঘাত করবে। যখন শিশুরা এ ধরণের ঘটনা দেখে তখন তারা একেই সত্য বলে ধরে নেয়।

গোঁড়ামিই হয়ে পড়ে সম্বল। শিক্ষা হয়ে পড়ে অপপ্রচার।’ তিনি আরও বলেন, এখন এ ধরণের ঘটনা এতটাই স্বাভাবিক হয়ে পড়ছে যে তা আশ্চর্য্যজনক। এ ধরণের ঘটনা গণতান্ত্রিক নীতি, বহুত্ববাদ ও ইতিহাসের প্রতি সম্পূর্ণ অবমাননাকর। কিন্তু মানুষ একেই সাধারণ ভাবছে।

উল্লেখ্য, ১৯৯২ সালে উগ্র কিছু হিন্দু ষোড়শ শতাব্দিতে প্রতিষ্ঠিত বাবরি মসজিদ ভেঙ্গে দেয়। এর ফলে সেখানে দাঙ্গা সৃষ্টি হয় যেখানে প্রায় ২ হাজার মানুষ মারা যায়।

উত্তর প্রদেশের অযোধ্যায় অবস্থিত ওই মসজিদ নিয়ে ১৯৪৯ সাল থেকে বিতর্ক দেখা দেয়। মুসলিমরা দাবি করে, তারা প্রজন্মের পর প্রজন্ম ধরে সেখানে প্রার্থনা করছে। আবার অনেক হিন্দু মনে করেন, এটি তাদের দেবতা রামের জন্মস্থান। এ নিয়ে বিবাদ গত মাসে নিরসন হয়।

ভারতের সুপ্রিম কোর্ট রায় দেয় যে, অযোধ্যার জমি সেখানে মন্দির নির্মানের জন্য হিন্দুদের দিতে হবে। রায়ে মুসলিমদের মসজিদ নির্মানে আরেক খন্ড জমি দেওয়া হবে।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ