আওয়ার ইসলাম: রাশিয়ার রাজধানী মস্কোয় অর্থিক অনটনের কারণে একটি মুদি দোকানকে মসজিদে পরিণত করা হয়েছে।
জানা যায়, মস্কোয় মসজিদের তীব্র সংকটের কারণে এ শহরের মুসলমানদের নামাজ আদায়ে বিশেষকরে জুমার নামাজ আদায় করতে অনেক অসুবিধা হয়। আর এই সদস্যা সমাধানের জন্য এই শহরের মুসলমানেরা মসজিদ নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেন।
মস্কোর দক্ষিণ-পূর্বাঞ্চলীয় জিবেলিকোভ শহরে সুষ্ঠু সমাধানে মুসলমানেরা একটি ভবন ভাড়া করেছে। পূর্বে এই ভবনটিতে ম্যাগনাইট নামে একটি চেইন স্টোর ছিল। তারা এই চেইন স্টোরকে মসজিদে রূপান্তর করেছে।
শুক্রবার জুমার নামাজ আদায়ের জন্য এই এলাকায় গাড়িতে করে প্রচুর মুসলমান আসেন এবং তাদের গাড়ি রাস্তায় পার্ক করানোর ফলে স্থানীয় বাসিন্দারা অসন্তুষ্টি পোষণ করেছে। এ ব্যাপারে মসজিদের জুমার নামাজের খতিব আনার রামাজানুফ বলেন, নামাজ পড়তে আসা সকল মুসলমানরা সমস্ত বিধিবিধান মেনে তাদের গাড়ি পার্ক করেন এবং এসকল গাড়ি পার্ক করার জন্য অ্যাম্বুলেন্স বা অন্যান্য গাড়ি আসা যাওয়ার ক্ষেত্রে কোন সমস্যা সৃষ্টি হয়না।
উল্লেখ্য, পর্যাপ্ত মসজিদ না থাকায় মুসলিমরা রাশিয়ায় নামাজ আদায় করতে পারে না। কষ্ট করে বিভিন্ন জায়গায় নামাজ আদায় করে থাকেন।
-এটি