আওয়ার ইসলাম: ইন্দোনেশিয়ায় জাতীয় ভাষাগুলোর পাশাপাশি এবার দক্ষিণাঞ্চলীয় সুমাত্রা প্রদেশের স্থানীয় পালম্বং ভাষায়ও পবিত্র কুরআন অনুবাদ ও প্রকাশ করা হয়েছে।
সুমাত্রা রাজ্য গবেষণা ও উন্নয়ন কেন্দ্রের কর্ণধার আকবতী রেটানাংসিয়া জানান, স্থানীয় পালম্বং ভাষায় পবিত্র কুরআন অনুবাদ ও প্রকাশের জন্য প্রশংসা পাওয়ার উপযুক্ত।
এ পদক্ষেপকে তিনিঅঞ্চলের মুসলমানদের কুরানের আয়াত আরও ভালভাবে বুঝতে সাহায্য করার কারণ হিসাবে বর্ণনা করে বলেছেন, স্থানীয় পালম্বং ভাষায় কুরআন অনুবাদ হওয়র জন্য পাম বিচ ও সুমাত্রার মুসলমানেরা গর্বিত।
ইন্দোনেশিয়ার ধর্ম বিষয়ক মন্ত্রী ফখর আল-রাজি সম্প্রতি দুটি স্থানীয় পলম্বাঙ্গী এবং সান্দানি ভাষায় কুরআনের অনুবাদ উন্মোচন করেছে। তিনি এই ভাষাগুলোর সাথে অন্যান্য স্থানীয় ভাষা বিলীন হওয়ার হাত থেকে রক্ষা করতে সকলের প্রতি গুরুত্বারোপ করেছেন।
সৌদি আরবের ‘বাদশাহ ফাহাদ’ প্রিন্টিং সেন্টার থেকে ইন্দোনেশিয়ার স্থানীয় পালম্বং ভাষায় পবিত্র কুরআন প্রিন্ট হয়ে দেশে আসছে বলে জানা যায়। ইকনা আল আরাবিয়্য।
-এটি