আওয়ার ইসলাম: সব কিছু করার ক্ষমতা আল্লাহর হাতে। ছেলে মেয়ে উভয়ই আল্লাহর দান। মূলত নেক সন্তানই কাম্য হওয়া উচিত। ছেলে মেয়ে যা’ই হোক, যদি নেক সন্তান হয়, তাহলেই সফলতা। তা’ই ছেলে সন্তানের জন্য হাহাকার করার কিছু নেই।
হাকীমুল উম্মত আশরাফ আলী থানবী রহ. সংকলিত আমালে কুরআনী নামক বইটি সংগ্রহ করতে পারেন।
সন্তান হবার আমল উক্ত কিতাবে দেয়া আছে। তা দেখে আমল করতে পারেন।
আলমুতাকাব্বিরু স্ত্রী সহবাসের পূর্বে দশবার পড়বে। ইনশাআল্লাহ নেককার ছেলে সন্তান জন্ম নিবে। (আমালে কুরআনী-১৪০)
সূরা আম্বিয়ার ৮৯ নং আয়াতের এ অংশ প্রতি নামাযের পর তিনবার তিলাওয়াত করবে। ইনশাআল্লাহ সন্তান হবে।
رَبِّ لَا تَذَرْنِي فَرْدًا وَأَنتَ خَيْرُ الْوَارِثِينَ ٢١:٨٩ বাংলা উচ্চারণ: রাব্বি লা তাজারনী ফারাদান ওয়া আনতা খাইরুল ওয়ারিছীন।
সূত্র: আহলে হক মিডিয়া
-এটি